পুলিশ আটকের চার ঘন্টা পর বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে ছেড়ে দিয়েছে । এসময় লেবার পার্টির অপর নেতাদেরও ছেড়ে দেয়া হয়। তবে ছাত্রদল ও যুবদলের আটকৃতরা এখনো আটক আছেন। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে তাদের ছেড়ে দেয় পুলিশ। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, অনুমতি ছাড়া সভার আয়োজন ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে লেবার পার্টির তিন নেতাকে আটক করা হয়েছিল। পরে তাঁরা দুঃখ প্রকাশ করলে বিকেল ৪টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এর আগে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে লেবার পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ছিল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন লেবার পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। অপরদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারানার প্রতিবাদে নগরীর নুর আহমদ সড়কে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে প্রতিবাদ সভার আয়োজন করে নগর যুবদল। এ অনুষ্ঠানে যোগদানের জন্যই মুলত চট্টগ্রাম আসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে লেবার পার্টির আলোচনা সভা শেষে বেরিয়ে আসার পথে নেতাকর্মীদের বাঁধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ এক পর্যায়ে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ২৫-২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
