চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন দায়িত্ব পাওয়ার পর জনগণের প্রত্যাশা অনুযায়ী শতভাগ করতে পেরেছেন বলে দাবি করেছেন ।

মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে চট্টগ্রাম সিটির মেয়র নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

মেয়রের দায়িত্ব নেওয়ার পর জনগণের আশানুরূপ কাজ করতে পেরেছেন কিনা জানতে চাইলে আজম নাসির বলেন, ‘হ্যাঁ আমি জনগণের আশা অনুযায়ী শতভাগ কাজ করতে পেরেছি। মেয়রের অধীনে যে সমস্ত কাজ ছিলো সেগুলো শতভাগ বাস্তবায়নে আমার ভূমিকা ছিলো যথেষ্ট। জনগণ  মনে করে নগরের সমস্ত কাজই করবে মেয়র কিন্তু যানজটসহ আরও এমন কিছু কাজ আছে যেগুলো মেয়রের কাজের আওতায় পড়ে না। তারপরেও নগরবাসী এসব সমস্যা সমাধানের জন্য মেয়র কাছে অনুরোধ করতেই পারে। জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, সে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হয়েছে।’

চট্টগ্রাম সিটির মেয়র বলেন, ‘চট্টগ্রাম শহরের প্রতি আমার আলাদা একটি দুর্বলতা আছে। এই শহরকে পরিচ্ছন্ন নগরীতে পরিণত করার দায়িত্ব আমাদের সকলের। চট্টগ্রাম শহরকে আরও উন্নত এবং প‌রিচ্ছন্ন নগরী কর‌তে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেই অসমাপ্ত কাজগুলো পরিপূর্ণভাবে সমাপ্ত করার জন্যই আমি আবারও মেয়র পদে মনোনয়ন দাবি করেছি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন তা মেনে নেবো, এটা শিরোধার্য।’

চট্টগ্রাম সিটির জলাবদ্ধতা নগরবাসীর ভোগান্তির অন্যতম একটি কারণ।  সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে নাছির বলেন, ‘শুধু চট্টগ্রামে নয়, সকল সিটি কর্পোরেশনই জলবদ্ধতা বড় একটি সমস্যা। বড় শহরগুলোতে এ ধরনের জলাবদ্ধতা হয়ে থাকে। পুরো বিশ্বেই বৈশ্বিক কারণে জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রার কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এ কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও চট্টগ্রামে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সমস্যা আরও বেশি হচ্ছে। কারণ আমরা সমুদ্রের কাছাকাছি।’

জলাবদ্ধতা নিরসনে কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে জানিয়ে মেয়র নাসির বলেন, ‘কিছু মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে সমাপ্ত করা হবে। এসব মেগা প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত  জনগণ বা নগরবাসীকে ধৈর্য ধারণ করতে হবে।’

এর আগে চট্টগ্রাম সিটির নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস রেজাউল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয় সম্পাদক খোরশেদ আলম এবং আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান।

আগামী শনিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031