ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠে লিস্টার সিটির বিরুদ্ধে ২-০ গোলের জয় তুলে নিলো। ফলে, তিন ম্যাচে তিন জয় নিয়ে প্রিমিয়ার লীগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরো সংহত করলো মরিনহোর দল। খেলার শুরু থেকেই লিস্টার সিটির ওপর চাপ সৃষ্টি করে খেললেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ফর্মে থাকা বেলজিয়ান স্ট্রাইকার রমেলু লুকাকু পেনাল্টি থেকে গোল করার সুযোগ হারান। এরপর বদলি দুই খেলোয়াড় মার্কাস রাশফোর্ড ও মারুয়েইন ফেলেইনি ৭০ ও ৮২ মিনিটে দুই গোল করে ম্যানইউ’র জয় নিশ্চিত করেন।
এবারের লীগ মৌসুমে ম্যানইউ একমাত্র দল যারা তাদের প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে এবং একটিও গোল হজম করেনি। পক্ষান্তরে, প্রতিপক্ষের জালে তিন ম্যাচে মোট ১০ গোল দিয়েছে রেড ডেভিলরা।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
