সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সুনামগঞ্জে ৫ যানবাহনকে জরিমানা, জব্দ ৭ হাইড্রোলিক হর্ণ
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করছে  ছবি : যায়যায়দিন

শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের লক্ষ্যে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে পাঁচটি (৫) যানবাহনকে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারা অনুযায়ী’ পৃথক মামলায় মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সাতটি (৭) হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে জেলা পুলিশের সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে শব্দদূষণ মানব শরীরের জন্য ক্ষতিকর দিক সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে বিতরণ করা হয় এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় বলেন, শব্দদূষণ রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930