টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে প্রতিমন্ত্রী মর্যদা দেয়া হয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে সম্পাদিত পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নিদিষ্টকরণ ও পুনবার্সন সম্পর্কিত। গত ৩১ জানুয়ারি মন্ত্রী পরিষদ বিভাগ, সমন্বয় ও সংস্কারের সচিব এন এম জিয়াউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রতিমন্ত্রী পদমর্যদার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সাথে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের কথা বলেছে। এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব রীভা চাকমা স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে গত বছরের ১০ ডিসেম্বর খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে প্রদান করে। একই সাথে পূর্বে চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা ( প্রতিমন্ত্রী মর্যদা) এর নিয়োগ বাতিল করা হয়। বর্তমান চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়ায় টাস্কফোর্সের গতি ফিরবে বলে টাস্কফোর্স সূত্রে জানা যায়। উল্লেখ্য, বর্তমান চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি শরণার্থী বিষয়ক টাস্কফোসের্র ৫ম চেয়ারম্যান।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
