গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত আটটার দিকে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন শহীদের স্ত্রী মীরা রাজপুত।মেয়ের বাবা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর।
মুম্বাইয়ের হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে শহীদের মেয়ের জন্ম হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মীরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মেয়ে হওয়ার খুশিতে স্বভাবতই উচ্ছ্বসিত নায়ক। সন্তান জন্মের খবরটা শহীদ নিজেই টুইটারে পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, ‘সে এসেছে। আমরা কতটা খুশি তা প্রকাশ করার জন্য শব্দ কম পড়ছে। তোমাদের সকলের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।’
মীরার গোটা গর্ভকালীন সময় তাকে আগলে রেখেছিলেন শহীদ। খবর ছিল আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শহীদ-মীরার সংসারে প্রথম সন্তান আসতে চলেছে। সময়ের কিছুটা আগেই মা হলেন মীরা। বৃহস্পতিবার রাত থেকে হাসপাতালেই ছিলেন নতুন বাবা শহীদ। সব মিলিয়ে এখন খুশির জোয়ার কাপুর পরিবারে।
শহীদ-মীরাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা। রিতেশ দেশমুখ শহীদ ও মীরাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘পরীর জন্ম দেয়ার জন্য তোমাদের শুভেচ্ছা। আমাদের ক্লাবে তোমাকে স্বাগতম। ভালোবাসা ও অনেক আর্শীবাদ ছোট শিশুর জন্য।’
একইভাবে নতুন বাবা-মাকে শুভেচ্ছা এবং শহীদ কন্যার জন্য ভালোবাসা ও আর্শীবাদ জানিয়েছেন মনিষ পল ও জেনেলিয়া দেশমুখ।
