ঈদ ঘনিয়ে এসেছে । ঈদকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে দেশের সিনেমা হলগুলো। এদিকে আবার গত কয়েক বছরের মতো এবারের ঈদও হতে যাচ্ছে সুপারস্টার নায়ক শাকিব খানময়। হাফ ডজনেরও বেশি ছবি মুক্তি পাচ্ছে এবারের ঈদে। যেগুলোর মধ্যে নায়ক শাকিব খানেরই রয়েছে তিনটি ছবি। রয়েছে নতুন জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত বহুল আলোচিত ‘পোড়ামন টু’ ছবিটিও।

শাকিব খানের তিনটি ছবির মধ্যে দুটি ছবির নায়িকা আলোচিত শবনম বুবলী। ছবি দুটির একটি হচ্ছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ এবং অন্যটি হচ্ছে ‘সুপারহিরো’। কিন্তু এ জুটির প্রতি দর্শকদের কোনো আগ্রহ নেই। তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবিটি। বিপুল জনপ্রিয় পুরনো এই জুটিই নতুন করে আবার দখল করেছে দর্শকদের মন।

ঘটনা হচ্ছে, আসন্ন ঈদের শীষ সিনেমা কোনটি বা ঈদের সেরা তারকা কারা? এই নিয়ে সম্প্রতি একটি জরিপ চালানো হয় রেডিও টুডে’র ‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’ অনুষ্ঠানের মাধ্যমে। সেই জরিপেই উঠে এসেছে শাকিব-অপুর নাম। অনুষ্ঠানের উপস্থাপক সৈকত সালাহউদ্দিনের বরাতে রেডিও টু’ডে বলেছে,  ‘শ্রোতা-দর্শকের ভোটে ২০১৮-এর রোজার ঈদের আকাংখিত নায়ক-নায়িকা নির্বাচিত হয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

তবে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ‘পোড়ামন টু’। ‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’-এর ২৫ উপলক্ষে রবিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে রেডিও টুডে বিনোদন সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানেই এসব তথ্য দেয়া হয়।

প্রসঙ্গত, শাকিব-অপু একসঙ্গে জুটি বেধে ৭৩টি ছবিতে অভিনয় করেছেন। এ জুটির প্রথম ছবি ছিল ‘কোটি টাকার কাবিন’। ২০০৬ সালে মুক্তি পাওয়া এ ছবিটি ছিল ওই বছরের সেরা ব্যবসাসফল ছবি। এর পরের ইতিহাস সকলেই জানা। সালমান-শাবনূরের পরে শাকিব-অপু জুটি হয়ে ওঠে বাংলা চলচ্চিত্রের সেরা জুটি। ‘পাঙ্কু জামাই’ এ জুটির শেষ ছবি। এ জন্যই বোধহয় দর্শকদের আগ্রহটা আরও বেশি।

একসঙ্গে দীর্ঘদিন কাজ করতে গিয়ে ২০০৮ সালে ভালোবেসে একে-অপরকে বিয়ে করেন শাকিব-অপু। দীর্ঘদিন সে কথা লুকিয়ে রাখেন। ২০১৬ সালের শুরুতে সন্তান জন্ম দিতে হঠাৎই লাপাত্তা হয়ে যান অপু। ২০১৭ সালের ১০ এপ্রিল প্রকাশ্যে আসেন সন্তান আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে। ফাঁস করেন শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা। কিন্তু গত বছরের ২২ নভেম্বর বিভিন্ন অভিযোগ এনে অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব। যেটা কার্যকর হয় চলতি বছরের ২২ ফেব্রুয়ারি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031