শুল্প বিভাগ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয়টি বিদেশি পিস্তলসহ বাংলাদেশি বংশোদ্ভুত দুই জার্মান নাগরিককে আটকের কথা জানিয়েছে । মঙ্গলবার সকালে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
আটক দুই জন হলেন-মনির বিন আলী ও আনিসুল ইসলাম তালুকদার। তাদের দুজনেরই বাড়ি মুন্সিগঞ্জে। তবে আটকদের একজন দাবি করেছেন, আটক হওয়া বস্তুগুলো খেলনা পিস্তল।
শুল্ক বিভাগ জানায়, মঙ্গলবার সকালে দুবাই থেকে আসার সময়ে গ্রিন চ্যানেল থেকে দুই জনকে তাদেরকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে জার্মানের তৈরি নাইন এম এম পি এ কে মডেলের চারটি ও তুরস্কের তৈরি নাইন এম এম মডেলের পাঁচটি পিস্তল ও বিভিন্ন ব্রান্ডের ১২ বোতল মদ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউজের একজন কর্মকর্তা বলেন, সকাল আটটা ৪০ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-ফাইভএইট টু নম্বর ফ্লাইটযোগে ঢাকায় আসেন দুই জন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময়ে তাদের ব্যাগ স্ক্যানিং করে পিস্তলগুলো উদ্ধার করা হয়।
আটক দুই জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। আনিসুল ইসলামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদীখান থানার জইনাসার গ্রামে ও মনির বিন আলীর বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার কেউটখালী গ্রামে।
তবে আটক আনিসুল ইসলামের দাবি, এগুলো খেলনা পিস্তল। ঢাকাটাইমসকে জানান, তিনি জার্মানির মিউনিখে মনির বিন আলীর সঙ্গে আমি মিউনিখ শহরে থাকেন সেখানে তারা দুই জন ব্যবসা করেন।
আনিসুল ইসলামের এই দাবির বিষয়ে জানতে চাইলে ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান ঢাকাটাইমসকে বলেন, এগুলো খেলনা নাকি আসল পিস্তল তা যাচাইয়ের জন্য বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। তাদের মতামতের আলোকে ব্যবস্থা নেয়া হবে।
