শাহরুখ কন্যা সুহানা বুলগেরিয়ার পর ইতালির ভেনিস শহরে ছুটি কাটাতে ব্যস্ত । এই ভ্রমণের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে। এসব ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে সুহানা রাস্তার মধ্যে হাসি মুখে হাঁটতে, আইসক্রিম খেতে, ভেনিসের নদীতে বোটিং করতে। ছবিগুলোতে সবসময় তার পাশে দেখা যায় একজনকে? কিন্তু তিনি কে?
এই প্রশ্ন যখন সবার মাঝে। তখন সুহানা স্ট্যাটাস গুলোতে ক্যাপশন ইডিট করে জানিয়ে দেন, সফর সাথীটি হচ্ছেন সুহানার বান্ধবী। তারা দু’জন একসঙ্গে লন্ডনে অধ্যায়নরত আছেন।
তবে লন্ডনে পড়াশোনা করলেও অবসরে মাঝে মধ্যে সুহানাকে মুম্বইতে তাঁর মা-বাবার সঙ্গে সময় কাটাতে দেখা যায়। আবারও পরিবারের সঙ্গেও বিদেশে ঘুরতেও গিয়েছেন একাধিকবার।
