সদর উপজেলার হলিধানি ইউনিয়নের কাশিপুর গ্রামে চার বছরে শিশুকে ধর্ষণের অভিযোগে নাহিদ (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ পুলিশ। ধর্ষক নাহিদ কাশিপুর গ্রামের মিলনের ছেলে। শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে স্থানীয় কাতলামারী পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই আসাদ জানান, ধর্ষন নয় মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল।
ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মা অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নাহিদ ফুঁসলিয়ে তার মেয়েকে নিয়ে কলাবাগানে ধর্ষণ করে। নাহিদ মেয়েটিকে সাথে করে নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। রাতে মেয়েটি অসুস্থ্য হয়ে কান্নাকাটি করতে থাকে। শুক্রবার অবস্থা খারাপ পর্যায়ে চলে গেলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতলে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তিনি অভিযোগ করেন, গ্রামের প্রভাবশালীরা প্রথম থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এ জন্য তারা মামলা করেননি। তবে শনিবার শিশুটির পিতা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। শনিবার বিকালে ধর্ষক নাহিদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
