একমাত্র টেস্ট ম্যাচ ডাবলিনে চলছে আয়ারল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার সিরিজের । টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডের এটি অভিষেক ম্যাচ। গত বৃহস্পতিবার শুরু হয়েছে ম্যাচটি। কিন্তু প্রথম দিন বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হয়নি। গতকাল টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান ব্যাটিংয়ে নেমে ছয় উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে।

শনিবার পাকিস্তান ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায়। দলীয় ১৩ রানে ফিরে যান ওপেনার আজহার আলী ও ইমাম-উল-হক। দলীয় ৭১ রানে আউট হন হারিস সোহেল। দলীয় ১০৪ রানে ফিরে যান বাবর আজম। দলীয় ১৫৩ রানে আউট হন আসাদ শফিক। তিনি ৬১ রান করেন। দলের রান যখন ১৫৯ তখন ফিরে যান অধিনায়ক সরফরাজ আহমেদ।

এরপর ১০৯ রানের পার্টনারশিপ গড়ে অপরাজিত থাকেন শাদব খান ও সরফরাজ আহমেদ। দুইজনই গতকাল ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন। শাদব খান দিন শেষে ৫২ রান করে অপরাজিত থাকেন। ৬১ রান করে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ। এটি ফাহিম আশরাফের অভিষেক টেস্ট। আয়ারল্যান্ডের পক্ষে টিম মুরতাঘ ২টি, বয়েড র‌্যানকিন ২টি ও স্টুয়ার্ট থম্পসন ২টি করে উইকেট নেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031