ভারতীয় আকাশ আবার চেনা ছন্দে ফিরলো দীর্ঘ দু’বছর পরে । করোনার কারণে দু’বছর আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকার পর ৬টি ভারতীয় বিমান সংস্থা এবং ৪০টি বিদেশী বিমান সংস্থা ভারত থেকে আন্তর্জাতিক উড়ান শুরু করলো রবিবার। আবার দেখা গেল বিদেশী বিমান সংস্থার ক্রুদের ব্যস্ততা। সপ্তাহে মোট তিন হাজার ২৪১ টি ফ্লাইট আসা যাওয়া করবে বিদেশ থেকে। ভারতীয় বিমান সংস্থাগুলির মধ্যে ইন্ডিগো’র আন্তর্জাতিক উড়ানের সংখ্যা সবথেকে বেশি। এর পরেই আছে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও ভিস্তারা। বিদেশী বিমান সংস্থার মধ্যে সবথেকে বেশি আন্তর্জাতিক উড়ান এমিরেটস-এর। সাতাশ মার্চ অর্থাৎ আজ রবিবার থেকে ২৯ অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকালীন সূচি মেনে বিমানগুলি উড়বে।
তবে, বিশ্বের প্রায় সব দেশের সঙ্গে ভারতের উড়ান সংযোগ স্থাপিত হলেও চীন থেকে সরাসরি কোনো বিমান আসবে না বা চীনে যাবেও না।
রবিবার থেকে যে সব দেশের সঙ্গে ভারতের নিয়মিত বিমান সংযোগ হচ্ছে সেই দেশগুলি হচ্ছে- সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সৌদি আরব, ইরাক, ইরান, বাংলাদেশ, তুরস্ক, মালদ্বীপ, বৃটেন, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইসরাইল, জাপান, হংকং ও রাশিয়া। অর্থাৎ দু’বছর পরে বিশ্ব আবার পর্যটনের ক্ষেত্রে ভারতের হাতের মুঠোয় পৌঁছাচ্ছে।
