শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এবার আপন জুয়েলার্সের প্রধান কার্যালয়ে হানা দিয়েছে । সোমবার দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পরিচালক মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল গুলশান ২ এ সুভাস্তু ইমাম টাওয়ারের আপন জুয়েলার্সের প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, গুলশান ২ নম্বরের সুভাস্তু ইমাম টাওয়ারের ওই শোরুমটি গতকাল রবিবার সাপ্তাহিক বন্ধ ছিল। তাই আজকে সোমবার দুপুরে অভিযান চালানো হচ্ছে। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় আপন জুয়েলার্সের পাঁচটি শোরুমে অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানের নিয়মিত অংশ হিসেবে আজও সোমবার অভিযান চালানো হচ্ছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মো. সাইফুর রহমান ঢাকাটাইমসকে বলেন, এখন ওই দোকানে তল্লাশি চলছে। তল্লাশি শেষে সাংবাদিক উপস্থিত থাকলে ব্রিফ করব।
আগের দিনও আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয় কেন্দ্রে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। নথিপত্রের সঙ্গে মজুদের পার্থক্য থাকায় এ সময় চারটি বিক্রয়কেন্দ্র থেকে ২৮৬ কেজি স্বর্ণ এবং ৬১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পাশাপাশি অভিযান চলার সময় বন্ধ রাখায় একটি শো রুম সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দারা।
আপন জুয়েলার্স সম্প্রতি আলোচনায় এসেছে তার মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠার পর। দুই তরুণী অভিযোগ করেছেন, গত ২৮ মার্চ বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে সাফাত ও তার বন্ধু নাঈম আশরাফ তাদেরকে ধর্ষণ করেন। গত ৬ মে এই দুইজনসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে মামলার পর সাফাত ও আরেক আসামি সাদমান সাকিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠার পর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, জোয়ান ছেলে এমন করতেই পারে। একে তিনি কোনো অপরাধ মনে করেন না।
অন্য একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, সেদিন (২৮ মার্চ) হোটেল রেইনট্রিতে যা হয়েছে তা আপসেই হয়েছে। সেখানে ধর্ষণ হয়নি।
