ট্রাফিক ব্যবস্থায় শৃংখলা ফিরেয়ে আনা, জনদুর্ভোগ হ্রাস, পরিবহন সেক্টরে শৃংখলা ও নিয়মনীতি সুপ্রতিষ্ঠার লক্ষ্যে বুধবার, দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে গণপরিবহন, প্রাইম মোভার, ট্রেইলর, কাভার্ড ভ্যান, সিএনজি টেক্সি, মালিক গ্রুপ ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মাসুদুল হাসান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ আবদুল গাফ্ফার, ডেপুটি ট্রাফিক ম্যানেজার গোলাম সারওয়ারুল ইসলাম, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর এডিশনাল এসপি মো. এনামুল হক, চট্টগ্রাম জেলা পুলিশের এডিশনাল এসপি মো. হাবিবুর রহমান, বিআরটিএ’র উপ পরিচালক মো. শহিদুল্লাহ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জরুল আলম মঞ্জু, মহাসচিব আবুল কালাম আজাদ, কার্যকরি সভাপতি জহুর আহমদ, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সফর আলী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ সভাপতি মাহবুবুল হক মিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি ইকবাল এম এম করিম, মহাসচিব বেলায়েত হোসেন বেলালসহ পরিবহন সেক্টরের বিভিন্ন স্তরের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরিবহন সেক্টরের শৃংখলা ফিরিয়ে আনার জন্য তারা বলেন, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজকরণ, গাড়ি রেজিষ্ট্রেশন ফি কমিয়ে আনা, বাস, ট্রাক, ট্রলি, প্রাইম মোভার, কাভার্ড ভ্যান, সিএনজি টেক্সি ইত্যাদির জন্য টার্মিনাল নির্মাণ, স্কেলে ওজনে হয়রানি, পুলিশ ও নানামুখি জটিলতা নিরসন, নির্বিঘেœ রাস্তায় চলাচলের বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

পরিবহন নেতাদের বিভিন্ন সমস্যা  সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম নগরীর কোথাও ইজিবাইক ও ব্যাটারী চালিত রিক্সা চলাচল করবে না। মন্ত্রীর নির্দেশক্রমে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমরা আপনাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা গ্রহণ করার জন্য সকলের সহযোগিতা চাই।

মেয়র বলেন, চট্টগ্রামের রাস্তায় গণপরিবহন শৃংখলার মধ্যে চলাচল করতে হবে। সাধারণের পথরোধ করে যানজট সৃষ্টি করা যাবে না। নগরীর বাস, ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, প্রাইম মোভার ইত্যাদি পরিবহনের জন্য টার্মিনাল নির্মাণে জায়গা সংস্থানের লক্ষে কার্যকর উদ্যোগ গ্রহন করা হবে।

সিটি মেয়র বলেন,  চট্টগ্রামকে বিশ্ববাসীর কাছে আধুনিক ও বাসপোযোগী নগরী হিসেবে উপস্থাপনের লক্ষে নগরীর পরিবহন ব্যবস্থায় শৃংখলা আনা হবে। সে লক্ষে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত যাত্রী ছাউনী স্থাপন করা হবে।

মতবিনিময় সভার সভাপতি আ জ ম নাছির উদ্দীন বলেন, গণপরিবহনে শৃংখলা ফিরিয়ে আনার জন্য মন্ত্রী কর্তৃক গঠিত কমিটি পরিবহনে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে সৃষ্ট অসুবিধা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031