প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ৬৪ জন নেতা প্রকৃতি, জলবায়ু ও মানুষকে রক্ষার অঙ্গীকার করেছেন । এ উপলক্ষে সোমবার যৌথভাবে ‘লিডার্স প্লেজ ফর ন্যাচার: ইউনাইটেড টু রিভার্স বায়োডাইভার্সিটি লস বাই ২০৩০ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক অভিযানের সূচনা করেন তারা।

প্রকৃতি, জলবায়ু ও জনগণকে রক্ষায় পদক্ষেপ গ্রহণ ও অন্যদের উৎসাহিত করতে এসব বিশ্বনেতা সম্মিলিতভাবে এই সংকেত পাঠিয়েছেন। অ্যানজেলা মের্কেল, জাস্টিন ট্রুডো ও বরিস জনসনের মতো বিশ্ব নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই উদ্যোগে স্বাক্ষর করেছেন।

যৌথ বিবৃতিতে বিশ্ব নেতৃবৃন্দ বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশ, জনগণ ও প্রজন্মের মধ্যে ঐক্য, সংহতি ও আস্থার ভিত্তিতে বহুপাক্ষিকতার প্রতি আমরা দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। বর্তমান ও ভবিষ্যৎ বৈশ্বিক পরিবেশ সংকট মোকাবেলার এটিই একমাত্র উপায়।’

স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে, ভুটান, কানাডা, যুক্তরাজ্য, বেলজিয়াম, ডেনমার্ক, ইইউ, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, মেক্সিকো, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও সুইডেন।

সূত্র: বাসস

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031