মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে  রবিবার ( ২১ মে) সকালে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত ৫ম পরিষদের ২২ তম সাধারণ সভা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের।

সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়্যাল কাউন্সিলর সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

চসিক এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড.মুহম্মদ মুস্তাফিজুর রহমান এর উপস্থাপনায় অনুষ্ঠিত ২২ তম সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও মোনাজাত করা হয়।

সভায় বিগত সাধারণ সভার পর থেকে ২২ তম সাধারণ সভা পর্যন্ত সময়ে নগরীতে মৃত্যুবরণকারী নাগরিকদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়াও চট্টগ্রাম সহ দেশ ও জাতির উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

সভায় বিগত ২০ এপ্রিল ২০১৭ অনুষ্ঠিত ২১ তম সাধারন সভার কার্যবিবরনী অনুমোদন, স্থায়ী কমিটি সমূহের কার্যবিবরনী আলোচনাকরে  অনুমোদন করা হয়।

সভায় সিমেন্ট ক্রসিং থেকে বিমান বন্দর যেতে বিএনএস ঈসা খাঁ এর দেয়াল ঘেঁসে এবং রুবি সিমেন্ট কারখানা পর্যন্ত এলাকা জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য কর্ণফূলী ইপিজেড দেয়ালের পাশে বড় আকারের নতুন নালা নির্মাণ, ওয়াকওয়ে নির্মাণ এবং দৃষ্টি নন্দন করা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ প্রণীত স্বাস্থ্য ব্যবস্থাপনা কৌশলপত্র অনুমোদন, নতুন ভবন নির্মানের সুবিধার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরী সাইফুদ্দিন খালেদ রোডস্থ ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের উপরে স্থানান্তর,সাগরিকা গরুর বাজার, বিবির হাট গরুর বাজার, কর্ণেলহাট কাঁচা বাজার, ফইল্যাতলী বাজার, বকশির হাট বাজার, ও দেওয়ানহাট বাজার ইজারা সংক্রান্ত জটিলতা নিরসনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরন, সিটি কর্পোরেশনের পরিত্যক্ত জায়গায় উদ্যান স্থাপন, জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ, ব্যক্তিগত উদ্যোগে যত্র তত্র গড়ে উঠা অবৈধ হাট বাজার উচ্ছেদ, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা, যানজট সহনীয় পর্য্যায়ে নিয়ে আসা,পবিত্র রমজান মাসে প্রতিটি ওয়ার্ডের একটি করে মসজিদে ইফতার বিতরণ করা এবং নগরীর মোড়ে মোড়ে রোজদারদের জন্য খেজুর ও পানি সরবরাহ করা, দূর্যোগপূর্ব প্রস্তুতি ও সচেতনতামুলক কার্যক্রম জোরদার করা, বস্তি উন্নয়ন কার্যক্রমে এনজিওদের সম্পৃক্ত করা, মাদকের কুফল সম্পর্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ধারনা দেয়া, শিশু বান্ধব নগরী গড়ার অঙ্গীকার বাস্তবায়নে “আমরাও পারি” শিরোনামে অবহেলিত শিশুদের জন্য চাইল্ড রিসার্চ সেন্টার চালু এবং ৯ মে ২০১৭ তারিখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিষ্ট্রেট কর্তৃক নগরীর ৯ নং ওয়ার্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা সংক্রান্ত কার্যক্রমে জড়িত করে ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমকে মামলায় জড়ানোর বিষয়ে নিন্দা জানানো হয় এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

সভার সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নাগরিক সেবার অংশ হিসেবে উন্নয়ন কর্মকান্ড চলমান থাকবে।

তিনি বলেন, ইতোমধ্যে ১২০ কোটি টাকার একটি প্রকল্প এবং ৮৮৪ কোটি টাকার অপর একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের অনুমোদনের পর প্রি একনেক ও একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। তিনি বলেন, ওয়ার্ড কাউন্সিলরদের প্রদেয় পরিকল্পনা অনুযায়ী ৪১ টি ওয়ার্ডে প্যাচওয়ার্ক এবং খাল ও নালা হতে মাটি ও আবর্জনা উত্তোলন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, এয়ারপোর্ট রোড ও সিবিচ রোড এবং নির্মাণাধীন ব্রিজ সমূহকে দৃষ্টি নন্দন করার লক্ষে বিউটিফিকেশনের আওতায় আনা হচ্ছে। মেয়র বলেন, সিমেন্ট ক্রসিং থেকে বিমান বন্দর যেতে বিএনএস ঈসা খাঁ এর দেয়াল ঘেঁসে এবং রুবি সিমেন্ট কারখানা পর্যন্ত এলাকা জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য কর্ণফূলী ইপিজেড দেয়ালের পাশে বড় আকারের নতুন নালা নির্মাণ সহ ওয়াকওয়ে নির্মাণ এবং দৃষ্টি নন্দন করা হবে। চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে অবতরন করে শহরে প্রবেশের পথগুলোকে বিশ্বের সকল নাগরিকের নিকট দৃষ্টি নন্দন করার প্রয়াস চালানো হচ্ছে।

মেয়র বলেন, অঙ্গিকার অনুযায়ী চট্টগ্রামকে শিশুবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে। এর সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকেও সম্পৃক্ত করা হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব স্বাস্থ্য সেবার পাশাপাশি এনজিওদের সহযোগিতা নিয়ে স্বাস্থ্য সেবা আরো গতিশীল করা হবে।

প্রতিবন্ধীদের তালিকা প্রণয়ন করে তাদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হবে। আসন্ন রমজান মাসে রোজদারদের ভোগান্তি না হওয়ার জন্য দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে বাজার নিয়ন্ত্রণ রাখা হবে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031