শেয়ারে ব্যাপক দরপতন দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প টুইটারে সামরিক খরচ কমানোর ইঙ্গিত দেওয়ার পর একাধিক সমরাস্ত্র নির্মাতা কোম্পানির ।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী নতুন ‘এয়ারফোর্স ওয়ান’ বিমান ক্রয়ে বোয়িং-এর সঙ্গে করা সরকারি চুক্তি বাতিলের আহ্বান জানানোর পর এবার ট্রাম্প সমরাস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিনের এফ-৩৫ প্রকল্পের সমালোচনা করে তার প্রশাসনে সামরিক বাজেট ছোট করে আনার ইঙ্গিত দেন। আর এর পরই শেয়ার বাজারে লকহিড মার্টিনসহ বিভিন্ন সমরাস্ত্র নির্মাতাদের উল্লেখযোগ্য দরপতন দেখা যায়।
সোমবার এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘এফ-৩৫ প্রকল্প এবং তার খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা বিলিয়ন বিলিয়ন ডলার বাঁচাতে পারি আর ২০ জানুয়ারির পর সামরিক (এবং অন্যান্য খাতে) ক্রয়ের ক্ষেত্রে এমনটাই হবে।’
ওই টুইটের পর লকহিড মার্টিনের শেয়ার ৪০০ পয়েন্টেরও বেশি নিচে নেমে আসে। এর ফলে সমরাস্ত্র নির্মাতা কোম্পানিটির বাজার মূল্য কমে যায় ৩৫০ কোটি ডলার। শুধু তা-ই নয়, এর ফলে আরেক যুক্তরাষ্ট্রভিত্তিক সমরাস্ত্র নির্মাতা নর্থরোপ গ্রুম্যানের শেয়ারও প্রায় ৪০০ পয়েন্টে নিচে নেমে আসে। অপরদিকে, ব্রিটিশ সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বিএই সিস্টেমসের শেয়ার ১৩০ পয়েন্ট কমেছে। সোমবার দিন শেষে এসব কোম্পানির কোনওটিই আগের অবস্থায় ফিরে যেতে পারেনি।
ট্রাম্পের সমালোচনার পর খরচ কমানোর ঘোষণা দিয়েছে লকহিড মার্টিন। কোম্পানিটির এফ-৩৫ প্রকল্পের দলনেতা জেফ ব্যাবিওন বলেছেন, ‘শুরু থেকেই আমরা বিমান ক্রয়মূল্য প্রকৃত নির্মাণ খরচের ৭০ শতাংশে নামিয়ে আনতে লাখ লাখ ডলার বিনিয়োগ করেছি। আর আমরা আশা করছি, ২০১৯ অথবা ২০২০ সালের মধ্যে বিমানের মূল্য সাড়ে ৮ কোটি পাউন্ডে নামিয়ে আনতে সক্ষম হবো।’

এর আগে ৬ ডিসেম্বর এক টুইটার বার্তায় ট্রাম্প লিখেন, ‘ভবিষ্যৎ প্রেসিডেন্টের জন্য বোয়িং একদম নতুন ৭৪৭ এয়ার ফোর্স ওয়ান বিমান তৈরি করছে। কিন্তু এর খরচ নিয়ন্ত্রণের বাইরে। এর পরিমাণ ৪০০ কোটি ডলারেরও বেশি। ওই চুক্তি বাতিল করা হোক।’

ওই টুইট বার্তার পর বোয়িং কোম্পানির শেয়ারের মূল্য ১৫০ পয়েন্ট পড়ে যায়। তবে দিন শেষে কোম্পানিটি ওই ধাক্কা সামলে উঠতে সক্ষম হয়। বোয়িংয়ের ৪০ হাজার কোটি ডলারের চুক্তি রয়েছে মার্কিন সরকারের সঙ্গে।

উল্লেখ্য, আগামী বছর জানুয়ারির ২০ তারিখ প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করবেন ট্রাম্প।

সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031