প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে করোনার থাবা। বেশ কয়েকদিন ধরেই করোনা সংক্রমণ এড়াতে নানা উপায়ের কথা বলেছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। মানুষকে সচেতন করার নানা বার্তা দিয়ে চলেছেন। সামাজিক দূরত্ব মেনে চলার উপদেশ দিয়েছেন। যারা তা মানেননি তাদের সমালোচনা করতেও দেখা গেছে তাকে। কিন্তু একটা ভিডিও পোস্ট করে এবার নিজেই সমালোচনার শিকার হলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জনশূন্য রাস্তায় একা একা সাইকেল চালাচ্ছেন শোয়েব আখতার। মুখে কোন মাস্ক নেই শোয়েবের! এমনকি তিনি বলছেন, আমার শহরে সাইকেল চালাচ্ছি… দারুণ আবহাওয়া। ফাঁকা রাস্তা, আর এটাই সেরা শরীরচর্চা।
করোনা সংক্রমণ এড়াতে যেখানে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা। এমনকি বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করাও বাধ্যতামূলক। সেখানে শোয়েব আখতারের এমন কাণ্ড কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। তাই সুযোগ বুঝে সাবেক পাক পেসারের সমালোচনা করতে ছাড়েননি কেউই।
