পুত্র স্ত্রীর দিকে নিজের পিতা কু দৃষ্টিতে তাকান। তার কাছ থেকে বার বার শারীরিক সম্পর্কের সুবিধা নেয়ার চেষ্টা করেন। এ কারণে ভারতের কানপুরে এক পিতাকে তার ২৮ বছর বয়সী পুত্র গুলি করেছে। গুলিতে সঙ্কটজনক অবস্থা এখন তার পিতার। এ খবর দিয়েছে অনলাইন দ্য টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, ঘটনাটি ঘটেয়ে ইমাদপুর থামরাই এলাকায়। সেখানকার এক অধিবাসী রতিরাম (৫০)। দার পুত্র অমিত (২৮)। শনিবার রাতে অমিতের স্ত্রীর সঙ্গে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করে রতিরাম। এ ঘটনা টের পেয়ে অমিত তাকে গুলি করে। পুলিশ বলেছে, অমিতের গুলি লাগার পর রতিরামকে দ্রুত কায়েমগঞ্জ কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখান থেকে পরে তাকে স্থানান্তর করা হয় বেসরকারি একটি নার্সিং হোমে। চিকিৎসকরা বলেছেন, এখন তার অবস্থা স্থিতিশীল। পুলিশ আরও বলেছে, শনিবার রাতে অকস্মাৎ নিজের পুত্রবধুকে জড়িয়ে ধরে রতিরাম। তার ওপর শক্তি প্রয়োগের চেষ্টা করে। এ সময় তার পুত্রবধু তাকে বাধা দেন। সংকেত বাজান। ওই সময় বাসায় ছিল অমিত। সে সংকেত পেয়েই ছুটে যায়। প্রথমেই পিতার কবল থেকে স্ত্রীকে ছাড়িয়ে নেয়। এরপর দেশে তৈরি অস্ত্র দিয়ে রতিরামকে গুলি করে। তারপর অস্ত্রসহ থানায় গিয়ে আত্মসমর্পণ করে অমিত। পুলিশ আরও বলেছে, অমিতের ছোটভাই অঞ্জুর অভিযোগের ভিত্তিতে আমরা হত্যা চেষ্টার একটি মামলা নিবন্ধিত করেছি। একই সঙ্গে বিষয়টি তদন্ত করছি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
