কয়েকশ গার্মেন্ট শ্রমিক রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে । বিনা নোটিশে কারখানা বন্ধ করা হয়েছে এমন অভিযোগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সড়কটি অবরোধ করে রাখে হেক্সা গার্মেন্টসের শ্রমিকরা। তাদের বিক্ষোভের কারণে নগরীর গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে চলাচলরত সব ধরনের যা্ন চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, মালিকপক্ষ কারখানা স্থানান্তরের চিন্তাভাবনা করলে শ্রমিকরা তাতে রাজি হয়নি। এজন্য শ্রমিকরা বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে।
কয়েকজন শ্রমিক জানান, আমাদের না জানিয়ে গতকাল রাতের আধারে কারখানা থেকে মেশিন-যন্ত্রপাতি সরিয়ে ফেলা হয়েছে। বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয়ায় আমরা কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান শ্রমিকরা জানান।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, মালিকের সঙ্গে কথা বলার পর শ্রমিকরা সরে যেতে যাবে বলে তাদের জানিয়েছেন। বিষয়টি মালিককে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। মালিক আসলেই শ্রমিকরা তার সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে যাবে।
শ্রমিকদের আন্দোলনের ফলে মহানগরীর গুরুত্বপূর্ণ ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের সড়কগুলোতেও এর প্রভাব পড়ায় সেসব সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
