ভারত নিদাহাস ট্রফির ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়েছে। তিন ম্যাচ খেলে সিরিজে এটি তাদের দ্বিতীয় জয়। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল তারা। অন্যদিকে, তিন ম্যাচ খেলে শ্রীলঙ্কার এটি দ্বিতীয় হার। এখন পর্যন্ত বাংলাদেশ দুই ম্যাচ খেলে জয় পেয়েছে একটিতে।

সোমবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শ্রীলঙ্কার দেয়া ১৫৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। দলের পক্ষে ৩১ বল খেলে ৪২ রান করে অপরাজিত থাকেন মনিশ পান্ডে। ২৫ বল খেলে ৩৯ রান করে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক। ১৫ বল খেলে ২৭ রান করেন সুরেশ রায়না। শ্রীলঙ্কার পক্ষে আকিলা ধনঞ্জয়া ২টি, নুয়ান প্রদীপ ১টি ও জীভন মেন্ডিস ১টি করে উইকেট নেন।

ভারত ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায়। আকিলা ধনঞ্জয়ার বলে কুসল মেন্ডিসের হাতে ক্যাচ হন রোহিত শর্মা। সাত বল খেলে ১১ রান করেন তিনি। দলীয় ২২ রানে আকিলা ধনঞ্জয়ার বলে থিসারা পেরেরার হাতে ধরা পড়েন শিখর ধাওয়ান। দশ বল খেলে আট রান করেন তিনি। দলীয় ৬২ রানে নুয়ান প্রদীপের বলে থিসারা পেরেরার হাতে ধরা পড়েন সুরেশ রায়না। ১৫ বল খেলে ২৭ রান করেন তিনি। দলের রান যখন ৮৫ তখন হিট উইকেট হন লোকেশ রাহুল।

বৃষ্টির কারণে আজ ম্যাচ কমিয়ে ১৯ ওভারে আনা হয়। প্রথমেAnchor টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। স্বাগতিকদের পক্ষে আজ ৩৮ বল খেলে ৫৫ রান করেন কুসল মেন্ডিস। ভারতের পক্ষে শারদুল ঠাকুর চার ওভার বল করে ২৭ রান দিয়ে চারটি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর চার ওভার বল করে ২১ রান দিয়ে নেন দুইটি উইকেট। এছাড়া জয়দেব উনাদকাত ১টি, যুজবেন্দ্র চাহাল ১টি ও বিজয় শঙ্কর ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ছয় উইকেটে জয়ী ভারত।

শ্রীলঙ্কা ইনিংস: ১৫২/৯ (১৯ ওভার)

(দানুশকা গুনাথিলাকা ১৭, কুসল মেন্ডিস ৫৫, কুসল পেরেরা ৩, উপুল থারাঙ্গা ২২, থিসারা পেরেরা ১৫, জীভন মেন্ডিস ১, দাসুন শানাকা ১৯, আকিলা ধনঞ্জয়া ৫, সুরঙ্গা লাকমল ৫*, দুশমান্থ চামিরা ০, নুয়ান প্রদীপ ০*; জয়দেব উনাদকাত ১/৩৩, ওয়াশিংটন সুন্দর ২/২১, শারদুল ঠাকুর ৪/২৭, যুজবেন্দ্র চাহাল ১/৩৪, বিজয় শঙ্কর ১/৩০, সুরেশ রায়না ০/৬)।

ভারত ইনিংস: ১৫৩/৪ (১৭.৩ ওভার)

(রোহিত শর্মা ১১, শিখর ধাওয়ান ৮, লোকেশ রাহুল ১৮, সুরেশ রায়না ২৭, মনিশ পান্ডে ৪২*, দিনেশ কার্তিক ৩৯*; সুরঙ্গা লাকমল ০/১৯, আকিলা ধনঞ্জয়া ২/১৯, দুশমান্থ চামিরা ০/৩৩, নুয়ান প্রদীপ ১/৩০, জীভন মেন্ডিস ১/৩৪, থিসারা পেরেরা ০/১৭)।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031