শ্রীলঙ্কা ইতিহাস সৃষ্টি করে কলম্বো টেস্ট জিতলো । সিরিজের প্রথম টেস্টে সফরকারী জিম্বাবুয়েকে তারা হারারো চার উইকেটে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা যথাক্রমে ৩৫৬ ও ৩৪৬ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে ১০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয় ৩৭৭ রানে। এতে চতুর্থ ইনিংসে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় ৩৮৮ রান। শ্রীলঙ্কার মাটিতে চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জেতার কোনো ঘটনা এর আগে ছিল না। কিন্তু এবার তারা সেটা করে ছাড়লো। নয়া ইতিহাস গড়ে জিতলো। টেস্টের পঞ্চম ও শেষদিন ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেলো তারা। রেকর্ড রানের টার্গেট সামনে নিয়ে ৩ উইকেটে ১৭০ রান তুলে চতুর্থ দিন শেষ করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ৬০ ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৭ রানে অপরাজিত ছিলেন। কিন্তু পঞ্চম দিনের শুরুতে অল্প রানের মধ্যে ফেরেন তারা। মেন্ডিস ৬৬ ও ম্যাথিউস ২৫ রানে আউট হন। এরপর দুর্দান্ত ইনিংস খেলেন নিরোশান ডিকওয়েলা ও আসেলা গুনারতেœ। তারাই শ্রীলঙ্কাকে ইতিহাস গড়া জয়ের পথ দেখান। ষষ্ঠ উইকেটে তারা মাটি কামড়ে ধরে ১২১ রানের জুটি গড়েন । দলকে স্বস্তির জায়গায় পৌঁছে দিয়ে ডিকওয়েলা ১১৮ বলে ৮১ রানে আউট হন। তবে গুনারতেœ শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করে ফেরেন। ১৫১ বলে ৮০ রানে অপরাজিত থাকেন তিনি। তারসঙ্গে দিলরুয়ান পেরেরা অপরাজিত থাকেন ২৯ রানে। সপ্তম উইকেটে তারা ৬৭ রানে অবিচ্ছিন্ন থেকে শ্রীলঙ্কার রেকর্ড গড়া জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
