যুক্তরাষ্ট্র সরকারের বেতার ও মাল্টিমিডিয়া সম্প্রচার সংস্থা ভয়েস অব আমেরিকার ৭৫ বর্ষ এবং বাংলা সার্ভিসের ৬০ বর্ষ পূর্তি উপলক্ষ্যে কলকাতায় শ্রোতাবন্ধু সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনে ভয়েস অব আমেরিকার বেতার সম্প্রচারের ঐতিহ্য নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তা। আলোচনায় অংশ নিয়েছেন ভয়েস অব আমেরিকার বর্তমান ও সাবেক সাংবাদিক এবং শ্রোতাবন্ধুরা। ১৯৪২ সালের ২০শে ফেব্রুয়ারি ভয়েস অব আমেরিকার পথ চলা শুরু হয়েছিল। আর ১৯৫৮ সালের ১লা জানুয়ারি যাত্রা শুরু হয়েছিল এর বাংলা সার্ভিসের। কলকাতার আইসিসিআর-র সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এদিন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন হয়েছে তরুণ তপন ধরের রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। রোকেয়া হায়দার বলেছেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে ভয়েস অব আমেরিকা এগিয়ে চলেছে। দীর্ঘ এই পথচলায় সহযোগিতা করায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সকল প্রতিনিধি, শ্রোতাবন্ধুসহ সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশ্বভারতীর সাবেক উপাচার্য দিলীফ সিনহা বলেছেন, বৈচিত্রকে অক্ষুন্ন রেখে উপস্থাপনার এক ঐতিহ্য অর্জন করেছে ভয়েস অব আমেরিকা। ড. অসীম পদ চক্রবর্তী বলেছেন, ভয়েস অব আমেরিকা কখনোই সত্যতা যাচাই না করে কোনও খবর সম্প্রচার করে না। এটাই এই সংস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই সঙ্গে তিনি বলেছেন, দুই দেশকে জানার ক্ষেত্রে ভয়েস অব আমেরিকা বিশেষ ভুমিকা রেখে চলেছে। এছাড়াও বক্তব্য রাখেন, কলকাতাস্থ যুক্তরাষ্ট্র কনসুলেটের পাবলিক অ্যাফেয়ার্স আধিকারিক জামিয়ে ড্রাগন, ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী, কলকাতার পুলিশের সাবেক মহানির্দেশক সন্ধি মুখোপাধ্যায়, অধ্যাপিকা সৈয়দ তানভির নাসরিন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ পল্লব মুখোপাধ্যায় প্রমুখ। সম্মেলনে উপস্থিত ছিলেন আমেরিকান সেন্টারের প্রেস চিফ শমীক ঘোষ, নাসরিন হুদা বিথী ও সাংবাদিক বৃন্দ। এদিনের সম্মেলনে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছিলেন শ্রোতাবন্ধুরা। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন ভয়েস অব আমেরিকার কলকাতার সাংবাদিক পরমাশীষ ঘোষ রায়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031