পটিয়া থানা পুলিশ চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার নিজ ভাইয়ের হত্যাকারীকে নগরীর ষোলশহর দুই নাম্বার গেট এলাকা থেকে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে গ্রেফতার করে ।
মঙ্গলবার(১১ অক্টোবর) দুপুরে লিয়াতক আলীকে(৩৩) গ্রেফতার করা হয় বলে জানান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রেফায়েত উল্লাহ ।
পটিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) ও মামলার তদন্তকারী সৈয়দ মোশারফ হোসেন সিটিজি নিউজ ডটকমকে জানান,লিয়াকত আলী চলতি বছরের গত ২ সেপ্টেম্বর রাতে স্ত্রী ইয়াসমিন আক্তারকে মারধর করে। মারধরের এক পর্যায়ে তার ভাই আজগর স্ত্রীকে মারধরে বাঁধা দিলে এক পর্যায়ে লিয়াকত আলী তাকে ছুরিকাঘাত করে।গুরুতর আহত অবস্থায় আজগরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পরদিন ৩ সেপ্টেম্বর তার বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে লিয়াকতকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনার পর থেকে লিয়াকত আত্মগোপন ছিলেন।লিয়াকত নতুন একটি মোবাইল ফোন নিলে বিশেষ প্রযুক্তি মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ষোলশহর দুই নাম্বার গেইট কর্ণফুলি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এসআই সৈয়দ মোশারফ হোসেন।
