বিশ্ববিদ্যালয় রুটে রাত সাড়ে ১০টা পর্যন্ত কোনো শাটল ট্রেন যাওয়া আসা করেনি।লোকমাস্টারদের নিরাপত্তা না থাকায় শাটল ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ষোলশহর স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী রাত সাড়ে ৮টার শাটল ট্রেনটি আটকে রেখে চালককে তুলে নিয়ে যায় ছাত্রলীগ নামধারী যুবক। রাত ১০টার পরও যখন ট্রেন চালক আব্দুল মুমিনের সন্ধান মিলেনি তখন ষোলশহর স্টেশন মাস্টার শাহাব উদ্দিন এ সিদ্ধান্তের কথা জানান।
এতে বিশ্ববিদ্যালয়গামী পাঁচ শতাধিক শিক্ষার্থী আটকে পড়ে যায়। ট্রেন না আসায় কেউ তরীতে আর কেউ সিএনজি অটোরিকশা করে বিশ্ববিদ্যালয়ে যেতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চবি এক ছাত্রনেতার নিকাটাত্মীয়ের পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য গেলে রোববার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করে রাঙগামাটির বাঘাইছড়ি থানা পুলিশ।
ষোলশহর স্টেশন মাস্টার শাহাব উদ্দিন সিটিজিনিউজকে বলেন, ছাত্রলীগ নামধারী একদল যুবক রাত সাড়ে ৮টার শাটল ট্রেনটি আটকে রেখে চালক আব্দুল মুমিনকে তুলে নিয়ে যায়। রাত ১০টা পর্যন্ত তার সন্ধান পাওয়ায় আমরা লোকমাস্টাররা নিরাপত্তাহীনতায় ভূগছি। তাই শাটল ট্রেন চলছেনা। নিরাপত্তা না পেলে লোকমাস্টাররা কেউ শাটল ট্রেন চালাবেনা বলে জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী সিটিজিনিউজকে বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের কেউ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে আমার মনে হয় না।’
