টুইঙ্কাল খান্না অভিনয়ের দুনিয়া থেকে সরে আসার পর দিন দিন আরও ধারালো হয়ে উঠছেন। নরেন্দ্র মোদি থেকে অর্ণব গোস্বামী-টুইঙ্কালের বিদ্রুপের তীর থেকে গা বাঁচাতে পারেন না কেউ।
এবার ছিল সালমান খানের পালা। এক সংবাদপত্রে নিয়মিত লেখেন টুইঙ্কাল। এবার তিনি বিজ্ঞাপনের মত করে লিখেছেন, দেশের অন্যতম বয়স্ক অথচ মোস্ট এলিজিবল ব্যাচেলরের জন্য পাত্রী চাই। পাত্র সুদর্শন, আমিশাষী, সফল ও ‘মাসকুলার খানদানি বয়’। নাচ, অভিনয়ে দুর্দান্ত। পাত্রীকে অবশ্যই সুন্দরী ও ছিপছিপে চেহারার হতে হবে। এনজয় করতে হবে লং ড্রাইভ। কথা বেশি বলা একদম চলবে না কারণ পাত্র বকবকানি সহ্য করতে পারেন না। জাতপাত নিয়ে সমস্যা নেই। যোগাযোগ করুন সুলতান@ভাইজান.কম।
এমনকী সালমানেরও যাতে এই বর্ণনা থেকে নিজেকে চিনতে অসুবিধা না হয়, তাই ইমেলে অ্যাড্রেসে তাঁর শেষ দুই হিট ছবি ‘সুলতান’ ও ‘বজরঙ্গী ভাইজান’-এর নাম গুঁজে দিয়েছেন টুইঙ্কাল।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
