বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ষোড়শ সংশোধনী থেকে দৃষ্টি সরাতেই কবি, সাংবাদিক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন। আজ বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যখনই সরকারের বিরুদ্ধে কোন ঘটনা ঘটেছে তখনই এমন ঘটনা ঘটে। সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়টি দেয়ার পরই এই ঘটনা ঘটেছে। এটা একটা ডাইভারশন। এটা হচ্ছে আমাদের স্পেকুলেশনস। মির্জা ফখরুল বলেন, ফরহাদ মজহারকে আজ যদি না পাওয়া যেতো আমরা কি করতাম? কি করার ছিল? কারণ পুলিশ যেভাবে কথা বলছে, তাতে করে বোঝা যাচ্ছে অপরাধ ফরহাদ মজহারেরই। তিনি বলেন, আপনারা যদি না করে থাকেন, জড়িত না থাকেন। সত্যটা বের করুন।
উল্লেখ্য, সোমবার সকালে বিচারকদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। একই দিন ফরহাদ মজহারও নিখোঁজ হন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
