চট্টগ্রাম উন্নয়ন কর্তপক্ষ(সিডিএ)’র বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির অর্ন্তভূক্ত ১ নং সাব কমিটির ৩য় বৈঠক।
কমিটির আহবায়ক মোঃ তাজুল ইসলাম এমপি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির অপর দুই সদস্য মুহিবুর রহমান মানিক এমপি এবং শামসুল হক চৌধুরী এমপি।
বৈঠকে এ কমিটির ২য় সভার কার্য বিবরণী অনুমোদন করা হয়। এছাড়া চট্টগাম মহানগরীতে নির্মিত বহদ্দারহাট ফ্লাইওভার, নির্মাণাধীন আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার ও নগরীর লালখান বাজার মোড় হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ পরিকল্পনা সম্ভাব্যতাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে কমিটির সভাপতি বলেন, এ কমিটির কাজ হচ্ছে সারা দেশে নির্মিত নির্মাণাধীন ও পরিকল্পনাধীন ফ্লাইওভারসমূহের বর্তমান অবস্থা ত্রুটি বিচ্যুতি সম্ভাব্যতা জনসাধারনের সুবিধা অসুবিধা ইত্যাদি দেখভাল করা। তারই অংশ হিসেবে চট্টগ্রামের ফ্লাইওভারসমূহের বর্তমান অবস্থা ব্যবহার সরেজমিনে পর্যবেক্ষন করতে এবং নগরীর লালখান বাজার মোড়ে আকতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার না থেমে যেন বিমান বন্দর পর্যন্ত যেতে পারে সে বিষয়ে পর্যবেক্ষন করতে এ কমিটি চট্টগ্রামে এসেছে। সার্বিক বিষয় পর্যালোচনার পর বিশেষজ্ঞের মতামতের সমন্বয়ে কমিটি একটি প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবে।
বৈঠকে সিডিএ চেয়ারম্যান আবদুছ ছালাম, চুয়েটের বিশেষজ্ঞ প্রতিনিধি দল, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিডিএ’র বোর্ড মেম্বারগণ, কমিটি সংশ্লিষ্ট সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে কমিটি নগরীর ওয়াসা মোড়ে নির্মাণাধীন ও বহদ্দারহাট মোড়ে নির্মিত ফ্লাইওভার পরিদর্শন করেন।
