প্রধান বিচারপতিকে সংসদ ও রাষ্ট্রপতিকে মানতে হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদই সর্বময় ক্ষমতার অধিকারী জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, । তাকে সংবিধান মেনে কাজ করতে হবে। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক আলোচনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী এ কথা বলেন।

এই আলোচনায় অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের পর্যবেক্ষণ নিয়ে কথা বলেন বক্তারা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে উদ্দেশ্য করে মোশাররফ হোসেন বলেন, ‘আপনি সাংবিধানিকভাবে নিয়োগ পেয়েছেন, আপনাকে সংবিধান মানতে হবে। আপনাকে সংসদ ও রাষ্ট্রপতিকে মানতে হবে, আপনাকে সংবিধান মেনে কাজ করতে হবে আপনি সংবিধানের ঊর্ধ্বে নন।’

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘রাজনীতি মানে শুধু স্লোগান না, রাজনীতি মানে শুধু কথা বলা না। সংগঠনের কর্মসূচির মাধ্যমে শোককে শক্তিতে পরিণত করতে হবে।’

‘বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে শোককে শক্তিকে পরিণত করে জাতির পিতার হত্যাকারীদের বিচার কার্যকর করে অন্যায়ের পতন আর ন্যায়ের যে জয় অব্যাহত রেখেছে, সেই সাথে জাতিকেও কলংকমুক্ত করেছে।’

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘আগস্ট মাস যেমন শোকের মাস তেমন একটি ষড়যন্ত্রের মাস। বিশেষ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তখনই যড়যন্ত্র শুরু হয়। শয়তানের দল বাড়ে বাড়েই বিস্তৃত যা আজও তাদের ষড়যন্ত্র বিরাজমান।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে  যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল এর পরিচালনায় বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ,  কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম, যুবলীগের ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031