যথারীতি খোলা থাকবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সকল অধিদপ্তর, দপ্তর এবং এসব প্রতিষ্ঠানের আওতাধীন সকল হাসপাতাল ১৪ই এপ্রিল থেকে ২১শে এপ্রিল পর্যন্ত। উল্লিখিত সময়ে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্ত সকল অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীগণ আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং স্বাস্থ্য বিধি মেনে স্ব-স্ব দায়িত্ব পালন করবেন।

আজ বিকেলে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন এক অফিস আদেশে এ নির্দেশনা দিয়েছেন। কোভিড-১৯ এর বিস্তার রোধকালে ২৯ মার্চ, ২০২১-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ০৩.০০.২৬৯০.০৮২.৪৬.০২৫.২০২১-১২৪ সংখ্যক প্রজ্ঞাপন ও মন্ত্রিপরিষদ বিভাগের ১২ই এপ্রিল, ২০২১ তারিখের ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০৩.২০.১২০ নম্বর স্মারকের আলোকে এই আদেশ দেয়া হয় বলে এতে উল্লেখ করা হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031