আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি করে বেবিচক। পিস্তল সঙ্গে নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি গেট পেরিয়ে যাওয়ার বিষয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যে বক্তব্য দিয়েছেন, তা অসত্য বলে দাবি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ইলিয়াস
কাঞ্চন চট্টগ্রাম যেতে তার লাইসেন্স করা পিস্তল ও কয়েক রাউন্ড গুলি ব্যাগে
নিয়েই শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি গেট পেরিয়ে যান বলে জানান
তিনি।
ইলিয়াস কাঞ্চনের এই ঘটনায় শোরগোলের মধ্যে বেবিচকের বিজ্ঞপ্তিতে
বলা হয়, ‘ইলিয়াস কাঞ্চন নিজের ভাবমূর্তি রক্ষার্থে সংবাদ মাধ্যমে
অন্যায়ভাবে একের পর এক অসত্য কথা বলছেন।’
ঘটনার ব্যাখ্যা দিয়ে বেবিচক বলছে, ‘প্রকৃতপক্ষে সেদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ইলিয়াস কাঞ্চনের ল্যাপটপের ব্যাগে থাকা পিস্তল ও গুলি অভ্যন্তরীণ টার্মিনালের এন্টি হাইজাকিং পয়েন্টে স্ক্যানিং করার সময় মেশিনে শনাক্ত হয়।
‘বিমানবন্দরের কর্মকর্তারা এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি তার ভুল স্বীকার করেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা তাকে বিমানবন্দরের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিস্তলটি বহন করার জন্য অনুরোধ করলে তিনি ওই স্থান থেকে ফেরত যান। পরবর্তীতে তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিমানে চট্টগ্রামে গমন করেন।’
