পবিত্র হজ পালনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যদের নিয়ে আরাফাত ময়দানে সমবেত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় বেগম খালেদা জিয়া সপরিবারে মিনা থেকে আরাফাত ময়দানের উদ্দেশে যাত্রা শুরু করেন।  সৌদি বাদশার সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে বিএনপি চেয়ারপার্সনসহ তার পরিবারের সদস্যরা রাজকীয় মেহমান হিসেবে হজ করছেন। সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব জানিয়েছেন,  মিনায় খালেদা জিয়া ও তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে নফল এবাদত-বন্দেগি, দোয়া-দরুদ, জিকির-আজকার, তাসবিহ-তাহলিল ও কোরআন তেলাওয়াত করেছেন। এসময় দেশের মানুষের মুক্তি ও কল্যাণ কামনায় দোয়া করেছেন। মুকিব আরো জানান, রোববার সকাল থেকেই মানুষ আরাফাত ময়দানে সমবেত হয়েছেন। আজ সারাদিনই আরাফাত ময়দানে অবস্থান করবেন। এর আগে শুক্রবার পবিত্র মক্কার হেরেম শরীফে তাওয়াফ করেছেন খালেদা জিয়া ও তারেক রহমান।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি মিলে জুমার নামাজের পর তারা হজের আনুষ্ঠানিকতা শুরু করেন। খালেদা জিয়ার সঙ্গে ঢাকা থেকে আসা তার উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা ছিলেন ।
খালেদা জিয়ার এটি তৃতীয় হজ। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একবার এবং ১৯৯৭ সালে বিরোধী দলে থাকাকালে তিনি হজ করেন। তবে প্রায় প্রতিবছরই রমজানে তিনি উমরাহ পালন করছেন। আট বছর ধরে যুক্তরাজ্যে থাকা ছেলে তারেককে নিয়ে ২০১৪ সালের জুলাই মাসে উমরাহ পালন করেছিলেন তিনি। উল্লেখ্য, সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব সবগুলো হজ্ব ও উমরার সময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031