
গত জুলাইয়ে গুলশান হামলার পর থেকে জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযান এর আগেও দেখেছে দেশ। তবে একদিনে এত বেশি সন্দেহভাজন জঙ্গির মৃত্যু এর আগে কখনও হয়নি। গাজীপুর ও টাঙ্গাইলে একই সময় তিনটি আস্তানায় অভিযান শুরু করে পুলিশ, পুলিশের বিশেষ বাহিনী সোয়াত ও র্যাব। আর অভিযান শেষে গাজীপুরের এক আস্তানায় সাত জন এবং বাকি দুটিতে দুই জন করে মোট ১১ জনের মৃত্যু হয়।
এর আগে জঙ্গিবিরোধী অভিযানে এক দিনে নয় সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছিল গত মিরপুরের কল্যাণপুরে। কোনো একক আস্তানায় অবশ্য সন্দেহভাজন সবচেয়ে বেশি জঙ্গির মৃত্যু হয় সেদিন। ওই আস্তানায় প্রাণ হারায় নয় জন।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হয় ১৭ বিদেশিসহ ২২ জন। এদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এরপর ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতের অদূরে জঙ্গি হামলায় নিহত হয় দুই পুলিশ সদস্য এবং এক হামলাকারী।
এই দুটি ঘটনার পর জঙ্গিবিরোধী অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। তখনই জানা যায় দেশের বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে আস্তানা গড়ে সেখান থেকেই তৎপরতা চালাচ্ছে জঙ্গিরা। আর এই আস্তানাগুলো শনাক্ত করতে তৎপর হয় গোয়েন্দা সংস্থাগুলো।

কল্যাণপুর অভিযান
গত ২৫ জুলাই গভীর রাতে মিরপুরের কল্যাণপুরের জাহাজবাড়ি হিসেবে পরিচিত আস্তানা ঘিরে ফেলে পুলিশ। রাতভর গোলাগুলির পর পরদিন সকালে শেষ হয় এই অভিযান। পরে ওই বাড়ির পঞ্চম তলার একটি কক্ষের ভেতর থেকে উদ্ধার হয় নয় সন্দেহভাজর জঙ্গির মরদেহ।
ওই আস্তানা থেকে জীবিত ধরা পড়েন সন্দেহভাজন জঙ্গি হাসান। তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জঙ্গিদের সম্পর্কে অনেক তথ্যই জানতে পেরেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তার তথ্য পরের অভিযানগুলোকে আরও কার্কর করতে সহায়তা করে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পাইকপাড়া অভিযান
কল্যাণপুর অভিযানের এক মাস পর আবারও বড় ধরনের একটি অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় নাটের গুরু হিসেবে চিহ্নিত তামিম চৌধুরীর আস্তানার খোঁজ পেয়ে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি বাড়ি ঘেরাও করে পুলিশ। সেখানেও গোলাগুলিতে নিহত হন তামিমসহ তিন জন। ওই আস্তানা থেকে জীবিত উদ্ধার হয়নি কেউ।
রূপনগর অভিযান
এই ঘটনার পর জঙ্গিবিরোধী বড় অভিযানের কথা শোনা যায় গত ২ সেপ্টেম্বর। মিরপুরের রূপনগরে আর্টিজানে হামলাকারীদের প্রশিক্ষক হিসেবে চিহ্নিত মুরাদ নামে একজনের অবস্থানের খবরে অভিযানে যায় পুলিশ। ঘরে একজন আছে নিশ্চিত হওয়ার পর তাকে জীবিত ধরার চেষ্টা করে পুলিশ। কিন্তু পুলিশের ওপর পাল্টা আক্রমণ করেন তিনি। পরে তাকে গুলি করে হত্যা করা হয়।
আজিমপুর অভিযান
আর্টিজান হামলায় নাটের গুরুদের একজন হিসেবে চিহ্নিত নুরুল ইসলাম অবস্থানের খবরে গত ১০ সেপ্টেম্বর আজিমপুরে বিজিবি ২ নম্বর গেটের সামনের একটি বাসার দ্বিতীয় তলায় অভিযান চালায় পুলিশ। সেখানে নিহত হয় সন্দেহভাজন এক জঙ্গি। পরে জানা যায় তিনি আত্মহত্যা করেছেন। আর আহত অবস্থায় ধরা পড়েন তিন নারী। উদ্ধার হয় এক কিশোর ও দুই শিশু।

গাজীপুর ও টাঙ্গাইল অভিযান
আজিমপুর অভিযানেরও প্রায় এক মাস পর আবারও বড় ধরনের অভিযান চালায় পুলিশ ও র্যাব। এর মধ্যে গাজীপুর সদরের লেবুবাগান এবং পাতারটেক এলাকায় পুলিশ এবং টাঙ্গাইল সদরের কাগমারা এলাকায় অভিযানে যায় র্যাব।
সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাজীপুর সিটি করপোরেশনের পাতারটেক এলাকার একটি দোতলা বাড়ি ঘিরে রাখে। কয়েক ঘণ্টা অভিযান শেষে পাতারটেকে সাত সন্দেহভাজন জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগেই লেবুবাগান এলাকায় দুই সন্দেহভাজনের মৃত্যুর খবর নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী।
আর টাঙ্গাইলের কাগমারায় র্যাবের ঘেরাও করা বাড়িতে দুই জনের মৃত্যুর খবর জানায় অভিযানে যাওয়া র্যাব।
