গাইবান্ধা প্রতিনিধিঃ
সবজি ক্ষেতের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। গতকাল বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এমএম ডাব্লিউ-ডাব্লিউ প্রকল্পের আয়োজনে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সর্তীরজান গ্রামে হামিদা খাতুন কারিগরি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সবজি ক্ষেতের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকারের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক- এ মান্নান আকন্দ, এসকেএস ফাউন্ডেশনের এ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন পরিচালক- জসেব হালদার, উপসহকারি কৃষি অফিসার হিমাংশু কুমার সরকার, তছলিম উদ্দিন, এসকেএস ফাউন্ডেশনের এমএম ডাব্লিউ-ডাব্লিউ প্রকল্পের উপজেলা সমন্বয়কারি কৃষিবিদ জামাল উদ্দিন, টিডিসিও নাহিদ নেওয়াজ, ফিল্ডফ্যাসিলেটর রিনা পারভীন, আবু হানিফ, গৌর চন্দ্র শাখারি, ইমতিয়াজ তালুকদার, হোসনে আরা, শামীম আকতার প্রমুখ। পরে এসকেএস ফাউন্ডেশনের এমএম ডাব্লিউ-ডাব্লিউ প্রকল্পের সাথী মহিলা সমিতির নারী কৃষি উদ্যোক্তা আজেনা বেগমকে সফল সবজি চাষী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
