টেনিস সেনসেশন বা টেনিস কুইন খ্যাত সানিয়া মির্জার প্রেম, বিয়ে, খেলা সব নিয়েই দুনিয়া মাতোয়ারা। তিনি যেখানেই যান পাপারাৎজিরা তার পিছন-পিছন সেখানেই হানা দেন। সেরা ছবিটি তোলার চেষ্টা করেন। প্রকাশিত সেই ছবি নিয়ে তোলপাড় চলে। সানিয়ার পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে জীবন সঙ্গী বাছাই করা নিয়ে এন্তার বিতর্ক হয়েছে পাক-ভারত দুদেশেই। এ যেন আরেক যুদ্ধ।
কিন্ত তাতে কি?

তাদের একছাদের নিচে বাস করা কে আটেকেছে? দুজনই বেশিরভাগ সময় থিতু হয়েছেন দুবাইতে। সেখানেই তাদের সংসার যাপনের সবচে বেশি সময় কাটে। আর ভারত পাকিস্তানতো আছেই। হালের খবর হচ্ছে মা হচ্ছেন টেনিস সেনসেশন সানিয়া মির্জা। এ নিয়েও নানা কৌতূহল সর্বত্র। সানিয়া মির্জা তার সন্তানকে কিভাবে গড়ে তুলবেন?

তার পরিচয় কি হবে? তিনি কি সন্তানকে বুকের দুধ খাওয়াবেন? আর এসবের উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও গালফ নিউজকে দেয়া সাক্ষাৎকারে সানিয়া মির্জা নিজেই জানিয়েছেন। সানিয়াকে একে একে বলেছেন, নিজের সন্তানকে অন্য মায়েদের মতোই স্তন্যপান করাবেন। গর্ভবতী হওয়ার পর মাতৃত্বকালীন ছুটিতে থাকা সানিয়া
চলতি বছরের এপ্রিলেই অন্তঃস্বত্ত্বা হওয়ার কথা প্রথম সোশ্যাল মিডিয়াকে জানিয়েছিলেন।

সন্তান জন্মানোর বিষয়েও আগাম পরিকল্পনা সেরে রেখেছেন শোয়েব মালিক-সানিয়া মির্জা জুটি। স্বাভাবিক পদ্ধতিতেই সন্তান ভূমিষ্ঠ করানোর পরিকল্পনা রয়েছে সানিয়া মির্জার। ‘মেটারনিটি লিভ’ চলাকালীন আপাতত দুবাইয়ে আছেন সানিয়া। চকোলেট খাওয়া একেবারেই কমিয়ে দিয়েছেন।

খেলা থেকে দূরে থাকলেও পাপারাৎজিদের নজর এড়াতে পারেননি সানিয়া। মহিলা হিসেবে মা হওয়াটা সব সময়েই স্পেশ্যাল বলে মনে করেন টেনিস সুন্দরী। তার সন্তান যে ধর্ম বা দেশেরই পরিচয় বহন করুক না কেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। একজন
ভাল মানুষ হওয়াটাই সবচেয়ে প্রয়োজনীয় মনে করেন সানিয়া।




