পাকিস্তান কাশ্মীরসহ ভারতের সঙ্গে থাকা সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলছে । ভারত ‘কাশ্মীরিদের জীবন সহজ’ করতে পদক্ষেপ নিলে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি সূত্র। আল-জাজিরার কাছে ওই সূত্র কাশ্মীরে ভারত সরকারের যেসব পদক্ষেপ পাকিস্তান দাবি করছে তার একটি তালিকাও দেখিয়েছে। এরপরই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পোর্কন্নয়নের বিষয়ে আলোচনা হওয়ার আশা করছে পাকিস্তান।
ভারতের আছে বিশ্বের সবথেকে শক্তিধর সেনাবাহিনীগুলোর একটি। পাকিস্তানও পরমাণু বোমা সমৃদ্ধ দেশ। দীর্ঘ দিন ধরেই দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজমান। তবে ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। পাকিস্তান থেকে আসা জঙ্গিরা ভারতীয় সামরিক বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা চালালে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়।

তবে এ বছর এসে দুই দেশে প্রধানমন্ত্রীর মধ্যে কিছু চিঠি চালাচালি হয়েছে। এতে দুই দেশই ২০০৩ সালে স্বাক্ষরিত যুদ্ধ বিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। এখন পাকিস্তান সম্পর্ককে আরো এগিয়ে নিতে আগ্রহী। তবে দেশটি বহুদিন ধরেই ভারতীয় কাশ্মীরে সরকারের নানা ‘দমনপীড়নের’ সমালোচনা করে আসছিল। তাই এবারো আগে কাশ্মীরিদের জীবন সহজ করার দাবি করেছে দেশটি। এ নিয়ে পাকিস্তানি সূত্র আল-জাজিরাকে বলেছে, পাকিস্তান কাশ্মীরিদের পাশে আছে। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি বিতর্ক রয়েছে। তবে এখন আমরা কাশ্মীরিদের জীবন সহজ করার কথা জানিয়েছি।

পাকিস্তান ভারতের সঙ্গে এখন সম্পোর্কন্নয়ন চায় বলেই জানিয়েছে ওই সূত্র। তবে ভারত থেকেও আগ্রহের নিদর্শন দেখতে চায় পাকিস্তান। দেশটির দাবি হচ্ছে, কাশ্মীরে ভারত সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার কিছু অংশ বাতিল করতে হবে। জনতাত্বিক পরিবর্তনের চেষ্টা বন্ধ করতে হবে। এটি ছাড়া ভারতের সঙ্গে স¤পর্ক এগিয়ে নিয়ে যাওয়া পাকিস্তানের পক্ষে কঠিন হয়ে পড়বে বলেও জানান তিনি। একইসঙ্গে কাশ্মীরি নেতাদের মুক্তিও দাবি করেছে দেশটি। ভারত সরকার সন্ত্রাসবাদসহ নানা অভিযোগে এসব নেতাদের গ্রেপ্তার করেছে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031