যুক্তফ্রন্ট খালেদা জিয়ার রায়কে ঘিরে সরকারের তৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে । যুক্তফ্রন্ট জোটের শীর্ষনেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়। বিকল্পধারার চেয়ারম্যান ডা. বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক. মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের ওই বিবৃতিতে বলা হয়, শত শত রাজনৈতিক নেতা-কর্মী গ্রেপ্তার, নগরের ১৩ টি প্রবেশদ্বারে পুলিশী তল্লাশি, মিছিল-মিটিং বন্ধ করে দেওয়া, সরকার দলীয় নেতা-মন্ত্রী ও দলীয় ব্যক্তিদের অগণতান্ত্রিক উত্তেজক বক্তব্য, মিছিল নিষিদ্ধ করে সরকারি দলের মোটর সাইকেল শোভাযাত্রায় পুলিশের সাহায্য করা- এসব ঘটনা নির্বাচনের বছরে নির্বাচন ও গণতন্ত্রের পরিবেশ ভয়াবহভাবে দূষিত করেছে। তাই আজ জনগণ ভীত, সন্ত্রস্ত। গণতান্ত্রিক পরিবেশের আর কিছু রইলো না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।

বিবৃতিতে আরও বলা হয়, জনমনে সন্দেহ দৃঢ় হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভবিষ্যৎ আইনী পদক্ষেপ (আপিল, জামিন ইত্যাদি) সরকারি হস্তক্ষেপের মাধ্যমে প্রভাবিত হবে কিনা। এরকম কিছু হলে তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হবে। উদ্ভূত পরিস্থিতিতে কোনো ধরনের অস্থিতিশীলতার কারণে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে সেটার জন্য সরকারই দায়ী থাকবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031