বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রোহিঙ্গা সংকট সমাধানে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে দাবি করে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে সমগ্র বিশ্ব সোচ্চার হয়ে রুখে দাঁড়িয়েছে। কিন্তু নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার প্রায় নিশ্চুপ ভূমিকা পালন করছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন বন্ধ এবং বাংলাদেশে তাদের খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে দলটি। বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সরকার সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার জনগণের সরকার নয়। জনগণের কাছে গণবিচ্ছিন্ন এই সরকারের কোনও জবাবদিহিতা নেই। রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে কূটনৈতিকভাবে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে। মানববন্ধনে ড. আব্দুল মঈন খান বলেন, পৃথিবীর জঘন্যতম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে মিয়ানমারে। এমন পরিস্থিতি বিএনপির শাসনকালেও দু’বার সংঘটিত হয়েছিল। কিন্তু শান্তি চুক্তি ও কূটনৈতিক তৎপরতায় জিয়াউর রহমান ও খালেদা জিয়া বার্মাকে বাধ্য করেছিল লক্ষাধিক রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে। কিন্তু বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে। মানববন্ধনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, শাহজাহান ওমর , এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031