প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পরিচালনা করতে গিয়ে নিজের এবং সহকর্মীদের ভুল হতে পারে জানিয়ে সেগুলোতে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন ।

৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে মঙ্গলবার ইশহেতার ঘোষণা করে এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘মানুষ মাত্রই ভুল হয়। কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল-ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের এবং দলের পক্ষ থেকে আমাদের ভুল-ভ্রান্তিগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসীর প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।’

‘আমি কথা দিচ্ছি, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরও সুন্দর ভবিষ্যত নির্মাণ করব। জাতির পিতার কাক্সিক্ষত ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তুলব।’

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর ২০০৯ সালের জানুয়ারিতে সরকার গঠন করে আওয়ামী লীগ। টানা প্রায় ১০ বছর ধরে ক্ষমতায় থেকে এবার টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের লক্ষ্য নিয়ে ভোটে যাচ্ছে দল।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। বাবা-মা-ভাই, আত্মীয়-পরিজনকে হারিয়ে আমি রাজনীতি করছি শুধু জাতির পিতার স্বপ্ন বাস্তাবায়নের জন্য; এ দেশের মানুষের কল্যাণের জন্য।’

আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা নৌকায় ভোট দিন, আমরা আপনাদের উন্নয়ন ও সমৃদ্ধি দেব।’
‘বাঙালি জাতির এই দুই মাহেন্দ্রক্ষণ সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগই পারবে দেশকে সামনে এগিয়ে নিতে। স্বাধীনতা-বিরোধী কোন শক্তি এ সময় রাষ্ট্র-ক্ষমতায় থাকলে তা হবে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের জন্য গ্লানিকর।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031