বন্ধু, লোভ আমার আত্মাকে
খেয়ে ফেলেছে
আমি তার আক্রমণের
নিদারুণ শিকার
মানুষের ভয়ঙ্কর বিপদেও
আমি নিবিড় স্বর্গ সুখের
আস্বাদ অনুভব করি
লোভ প্রতিদিন আমাকে গোগ্রাসে খায়
লোভ আমার উপর
হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে
লোভের ক্ষিপ্রগতির আক্রমণ
আমি সামলাতে পারিনা
লোভের যুদ্ধংদেহী আগ্রাসন
আমি অস্বীকার করতে পারি না
লোভের রণহুঙ্কার আমাকে
ছিঁড়ে ফেলে
লোভের সর্বনাশী তাণ্ডব
আমাকে খণ্ডবিখণ্ড করে
লোভ অনিবারণীয় সর্বগ্রাসী অগ্নি
আমি নেভাতে পারিনা
এখন লজ্জা আমাকে
সারা পৃথিবী জুড়ে তাড়া করে
আকাশের তারা করে অসীম তিরস্কার
সর্বশেষে সর্বনাশই আমার প্রাপ্য
সর্বনাশেই আমি সমাহিত।
