জেলা প্রশাসনসহ নানা শ্রেণি পেশার মানুষ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন ।
সোমবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের পর থেকে শহীদ মিনারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এ পুষ্পস্তবক অর্পন করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সিটি করপোরেশনের কর্মকর্তা, কাউন্সিলরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পনকালে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাশহুদুল কবির, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) মো. মমিনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
