বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে  ।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি যখন ক্ষমতায় এসেছে তখনই গণমাধ্যমর উন্নয়নের জন্য কাজ করেছে। গেল ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদকে সমর্থন করেছে।

তিনি বলেন, নিজেদের মধ্যে বিভক্তির কারণেই সাংবাদিকরা বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান।
উপদেষ্টা পরিষদে ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’, খসড়া অনুমোদন

বিএনপি সবসময় গণমাধ্যমের উন্নয়নের জন্য কাজ করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের দাবিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে।

গণমাধ্যমকে জনবান্ধব হয়ে ওঠার পরামর্শ দিয়ে তারা বলেন, সাংবাদিকদের সর্বত্র ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। এ সময় অন্য বক্তারা বলেন, গণমাধ্যম সংবাদ উপস্থাপনের সময় যেন নিরপেক্ষ থাকে, বাংলাদেশের পক্ষে থাকে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031