শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন নিজেদের প্রথম ইনিংসে ৫০৬ রানে অলআউট হয়েছে। ১৪১ রানের লিড দিয়েছে। লঙ্কানদের শেষ ব্যাটার হিসেবে আসিথা ফার্নান্দোকে রান আউট করেন সাকিব আল হাসান বাংলাদেশকে । ১৪৫ রানে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের হয়ে সাকিব ৫ উইকেট দখল করেন।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেট জুটিতে ১৯৯ রান তোলে। দীনেশ চান্দিমালকে অবশেষে ফিরিয়ে এই জুটি ভাঙেন এবাদত হোসেন। দলীয় ১৫৭তম ওভারের শেষ বলে এবাদতের স্লোয়ারে মারতে গেলে শটে থাকা তামিম ইকবালের ক্যাচে পরিণত হন চান্দিমাল। টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি করা এই ব্যাটার ২১৯ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১২৪ করেন।

এরপর অবশ্য দ্রুতই আরও ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। নিরোশান ডিকভেলাকে ব্যক্তিগত ৯ রানে ফেরান সাকিব। তাকে স্টাম্পিংয়ের আবেদন করলেও তিনি ক্যাচ হয়ে ফেরেন। পরে রমেশ মেন্ডিসকে ১০ রানে এলবির ফাঁদে ফেলেন এবাদত। আর প্রবীণ জয়াবিক্রমাকে উইকেটরক্ষক লিটনের ক্যাচে পরিণত করে টেস্ট ক্যারিয়ারে ১৯তমবার ৫ উইকেট দখল করেন। অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩৪২ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১৪৫ রানে অপরাজিত থাকেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি।

সাকিবের ৫ উইকেটের পাশাপাশি পেসার এবাদত ৪ উইকেট পান।

এর আগে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৮২ রানে শেষ করে শ্রীলঙ্কা। ম্যাথিউস ৫৮ ও চান্দিমাল ১০ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৬৫ রান করেছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031