শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নিদহাস ট্রফির ফাইনালে উঠার লড়াইয়ে। বুধবার ভারতের কাছে হারার ফলে এই ম্যাচটি টাইগারদের সামনে সিরিজে টিকে থাকার শেষ সুযোগ।
এই কঠিন অবস্থায় দলের সঙ্গে যোগ দিতে আজই কলম্বো যাচ্ছেন বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। আঙুলে চোটের কারণে ঘরের মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ থেকেই দলের বাহিরে রয়েছেন তিনি। আঙুলের অবস্থা ভালো থাকলে শুক্রবার তাকে আবারও মাঠে দেখা যেতে পারে।
কয়েকদিন আগে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠানো হয়েছিল সাকিবকে। অস্ট্রেলিয়া থেকে ফিরে গত দুই-তিন দিন কঠোর অনুশীলন করেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। সবকিছু ঠিক থাকলে শুক্রবারের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন তিনি। সেই লক্ষ্যেই মূলত আজ কলম্বো যাচ্ছেন সাকিব।
প্রসঙ্গত, আঙুলের ইনজুরি অনেক দিন থেকে ভোগাচ্ছে বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসানকে। ঘরের মাঠে গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়েন এই তারকা। তারপর থেকেই দলের বাহিরে তিনি। নিদহাস ট্রফির প্রথম ম্যাচ গুলো মিস করলেও শেষের দিকে ফেরার কথা ছিল সাকিবের। কিন্তু আঙুলের চোট গুরুতর হওয়ায় সেটা আর সম্ভব হয়নি।
