স্বনামধন্য ব্যবসায়ি নেস ওয়াদিয়া। তিনি ‘গো এয়ার’ এর মালিক। সেটাই নাকি কাল হয়েছে অভিনেত্রী প্রীতি জিনতার জন্য। কারণ নেস ওয়াদিয়া প্রীতির সাবেক প্রেমিক। আর এজন্যই নাকি গো এয়ার’র বিমানে চড়তে তাকে দেওয়া হয়নি। গতকাল থেকেই এমন খবর চাউর হতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে। রাগের বশেই নাকি প্রীতিকে নিজের বিমানে চড়তে দেননি এই অভিনেত্রীর সাবেক প্রেমিক নেস। যদিও গো এয়ার ওয়েসের পক্ষ থেকে বিবৃতি জারি করে সব অভিযোগ মিথ্যা বলে জানানো হয়েছে।
উল্টো গো এয়ারওয়েজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত ৩১ মার্চ তাদের বিমানেই মুম্বই থেকে চণ্ডীগড় গিয়েছিলেন প্রীতি। আবার ২ এপ্রিল গো এয়ারওয়েজের বিমানেই চণ্ডীগড় থেকে মুম্বই ফেরেন অভিনেত্রী। সংবাদ মাধ্যমের একাংশ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ভুয়ো খবর ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন এয়ারওয়েজ কতৃপক্ষ। তবে এ বিষয়ে প্রীতির কোন মন্তব্য পাওয়া যায়নি।
