পুলিশ রাজধানীর ফকিরাপুলের একটি হোটেল থেকে হামিদুর রহমান মজিবর নামের এক সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় তার কথিত প্রেমিকা তানজিলা আক্তার তাজুকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে হামিদুরের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হামিদুরের স্ত্রী দিলরুবা আক্তার বিউটি জানান, শুক্রবার রাত আটটার দিকে তার স্বামী গ্রামের বাড়ি ময়মনসিংহ যাওয়া কথা বলে ঘর থেকে বের হন। শনিবার সকালে থানা থেকে তাকে ফোন করে তার স্বামীর মৃত্যুর খবর দেয়া হয়।
দিলরুবিা জানান, তার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক। প্রায় ১০ বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। এর পর থেকে তিনি জনশক্তি রপ্তানির ব্যবসা করছেন। তাদের তিন সন্তান। রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনির ২৭ নম্বর ফ্ল্যাটে তারা থাকেন। দিলরুবার অভিযোগ কেউ পরিকল্পিতভাবে মজিবরকে হত্যা করেছে।
হামিদুর রহমান মজিবর ময়মনসিংহের নান্দাইল থানার চরশ্রীরামপুর গ্রামের মো. পিয়ার বক্সের ছেলে।
এ ব্যাপারে মতিঝিল থানার উপপরিদর্শক মামুনুর রশিদ ঢাকাটাইমসকে বলেন, শুক্রবার রাতে মজিবর ও তানজিলা নামের একটি মেয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ফকিরাপুলের রিনা হোটেলের ৩১০ নম্বর কক্ষে ওঠেন। সেখানে রাত দুইটার দিকে হঠাৎ মজিবর অসুস্থ হয়ে মারা যান বলে আমরা শুনেছি। সংবাদ পেয়ে আমরা তার লাশ উদ্ধার করি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানজিলা আক্তার তাজুকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।
