আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে । এই আসরে বাছাইপর্বে খেলতে হবে বাংলাদেশকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। টুর্নামেন্টে প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্সের দিকে বিসিবি নজর রাখবে। বুধবার এমনটি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
ছয় মাসের নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাব্বির রহমান এই বিপিএলে খেলবেন। প্রধান নির্বাচক মনে করছেন, সাব্বিরকে পারফরম্যান্সের পাশাপাশি শৃঙ্খলার দিকেও নজর দিতে হবে।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘২০১৯ সালে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সিরিজ আছে। শুরুতেই আমাদের নিউজিল্যান্ড সফরে তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে। খেলোয়াড়রা বিপিএল দিয়ে বছর শুরু করবে। এখানে সকলের পারফরম্যান্স দেখা হবে। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এই বিপিএল থেকেই আমাদের প্লানিং শুরু হবে। এখানে সব খেলোয়াড়ের প্রতি নজর থাকবে।’
তিনি আরো বলেন, ‘সাব্বির বিপিএলে খেলবে। আমি মনে করি, ওর খেলার পাশাপাশি শৃঙ্খলার দিকেও নজর দিতে হবে। সবদিকেই আমাদের নজর থাকবে। অনেকেই প্রথমবারের মতো বিপিএল খেলছে। তাদের পারফরম্যান্সও আমরা দেখব।’
তিনি বলেন, ‘ন্যাশনাল টিমে যে সেট-আপ থাকে বিপিএলে প্রতিটি দলেই সেই সেট-আপ আছে। প্রতিটি দলেই ফিজিও আছেন, ট্রেনার আছেন। তারা খেলোয়াড়দের ইনজুরির বিষয়ে নজর রাখবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের বাছাইপর্বে খেলতে হবে। এটা চ্যালেঞ্জিং। কিন্তু আশা করি, বিশ্বকাপে আমরা ভালো করতে পারব।’
