ভোটার আসুক আর নাই আসুক আকতার হাবীব নামের একজন লিখেছেন। আজ ভোট। সবাইকে ভোটের দিনের শুভেচ্ছা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে। তবে ডিএনসিসির বিভিন্ন এলাকার ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের কোন আনাগোনা নেই। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বুথগুলোতে ভোটগ্রহণের দায়িত্বরত কর্মকর্তারা বসে আছেন। কোন কোন ব্যালট বাক্সে কিছু ভোট পড়তে দেখা গেলেও অধিকাংশ বাক্স রয়েছে খালি। তবে আজকের ভোট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের মন্তব্য করছেন রাজধানীবাসী।

বৃষ্টি সেরে গেছে, পরিবেশও অত্যন্ত শান্ত। সবাই ভোট দিতে কেন্দ্রে যান।

সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে দায়িত্বরতদের সঙ্গে সেলফি পোস্ট করে সাব্বির আহমেদ নামের একজন লিখেছেন, নিজ ক্যাম্পাসের ‘জুবুথুবু’ ভোট দেখি!

মায়েন উদ্দীন আহমেদ নামের এক সাংবাদিক ভোটকেন্দ্রে আনসার সদস্যদের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছেন, ‘ভোটার খুঁজছি’।

আবদুর রহিম নামের একজন লিখেছন, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে! মাঠেও একটু একটু পানি আছে। কেন্দ্র আগের মতোই পাহারায় রেখেছেন প্রশাসন! জানতে পেরেছি বৃষ্টি শীতল সুন্দর পরিবেশে ভোটাররা এখনো ঘুমাচ্ছে। পুলিশ বলছে ভোট চলছে! দুই ঘন্টায় ডেমরা মান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ২১টি ভোট পড়েছে! সকাল ১০টায় ঢাকার সিটি নির্বাচনের সর্বশেষ অবস্থা।

মনিরুল ইসলাম ফারাজি নামের একজন লিখেছেন, শুনলাম দেশে প্রথমবারের মতো ইন্টারনেট সচল রেখে নির্বাচন হচ্ছে। এজন্য আমি আবেগে আপ্লুত হয়ে কম্বল গায়ে দিয়ে এখনও বাসায় শুয়ে আছি!

মোজাম্মেল হক চৌধুরী নামের একজন লিখেছেন, আমার ভবিষৎবাণী- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আতিকুল ইসলাম জয়ী হবেন।

কামরুল হাসান নামের একজন লিখেছেন, আজকের ছড়া- ‘ভোটার ভোটার ডাকপাড়ি/ ভোটার গেল কার বাড়ি? আয়রে ভোটার কেন্দ্রে আয়/ ভোটের বাক্স খালি যায়’।

বিল্লাল হোসেন সাগর নামের একজন লিখেছেন, আজকের সিটি নির্বাচনে ভোটারের চেয়ে সাংবাদিক বেশি! অনেক সাংবাদিক কেন্দ্রে গিয়ে ভোটার খুঁজছেন।

আবদুর রব আকুনজি নামের একজন লিখেছেন, ঢাকা উত্তর সিটিতে ভোট হচ্ছে, আপনি জানেনতো?

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031