কালিনিনগ্রাদ থেকে মস্কো এসেছে সার্বিয়া। সকালে সোচিতে ট্রেনিং শেষে মস্কোর বিমান ধরে ব্রাজিল দল। দু’দলেরই বিকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছিল স্পার্তাক স্টেডিয়ামে। এরপর ম্যাচ ভেন্যুতে অনুশীলনে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপ থেকে প্রি-কোয়ার্টার ফাইনালের পথে আছে সেলেকাওরা। আজ সার্বিয়ার বিপক্ষে এক পয়েন্ট পেলেই সেটা নিশ্চিত হবে তাদের।
রাশিয়া বিশ্বকাপ বড় দলগুলোর জন্য পরিণত হয়েছে সাক্ষাৎ মরণকূপে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ শেষেও শেষ ষোল নিশ্চিত হয়নি বেশিরভাগ শিরোপা প্রত্যাশী দলের। স্পেন, পর্তুগাল গ্রুপের শেষ ম্যাচে এসে ঘাম ঝরিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। আর্জেন্টিনাও তাকিয়ে ছিল শেষ ম্যাচের দিকে। গ্রুপের শেষ ম্যাচের দিকে তাকিয়ে জার্মানি ও ব্রাজিল। তাইতো সার্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা করতে চান না ব্রাজিলের কোচ লিওনার্দো বাচ্চি তিতে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাধিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেলেও শেষ পর্যন্ত পরিবর্তন আসছে না ব্রাজিলের একাদশে। অর্থাৎ কোস্টারিকার বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে ব্রাজিল, ঠিক সেই একাদশ নিয়েই সার্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ ম্যাচে একাদশে পরিবর্তন আনার কথা চিন্তা করলেও ডগলাস কস্তা হঠাৎ করেই উরুর ইনজুরিতে পড়ে যাওয়ায় উইলিয়ানকেই খেলাতে হবে তিতের। অন্যদিকে দানিলোর চোট সারিয়ে না ওঠায় ফ্যাগনারই একাদশে থাকবেন। এ ম্যাচেও একাদশে জায়গা হবে না রবার্তো ফিরমিনোর। সার্বিয়া ম্যাচের আগে তিতে জানান, এক পয়েন্ট নয় জয় চাই আমরা। জিতেই ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই প্রি-কোয়ার্টার ফাইনালে খেলবে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ ষোলেতে জার্মানির মুখে পড়ার সম্ভাবনা আছে সেলেকাওদের। তবে এনিয়ে মোটেও চিন্তিত নন তিতে। ‘তোমাকে চ্যাম্পিয়ন হতে হলে নকআউট পর্বের সব ম্যাচ জিততে হবে। সেখানে জার্মানি কিংবা আর্জেন্টিনা কোনো বিষয় না। সব প্রতিপক্ষই সমান’- বলেন তিনি।
বাছাই পর্বে লাটিন আমেরিকা অঞ্চল থেকে দুর্দান্ত খেলে বিশ্বকাপে সুযোগ পেয়েছে ব্রাজিল। কিন্তু বিশ্বকাপে তাদের সেই পারফরমেন্স নেই। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে রাশিয়া বিশ্বকাপ শুরু করে নেইমারের ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষেও নির্ধারিত নব্বই মিনিট ম্যাচটি গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে দুই গোল করে জয় পায় তারা। ওই ম্যাচে গোল পেলেও অধিনায়ক থিয়াগো সিলভারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন পিএসজি তারকা নেইমার। তবে সার্বিয়া ম্যাচের আগে এসব কোনো প্রভাব পড়বে না বলে জানান দলটির কোচ তিতে। নেইমার যা করেছে, আবেগের বসে। বিশ্বকাপের বড় মঞ্চে আবেগ ধরে রাখতে না পেরেই এমনটা ঘটিয়েছে সে। আশা করছি সামনের ম্যাচগুলো থেকে নেইমার তার আবেগ ধরে রেখে নিজের সেরা দিতে পারবে।
রোস্তভ, সেন্ট পিটার্সবার্গ হয়ে আজ মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। আগের দুটি স্টেডিয়ামের চেয়ে স্পার্তাকের দর্শকধারণ ক্ষমতা কম হওয়াতে ব্রাজিলের অনেক দর্শকই ম্যাচটি মাঠে বসে দেখতে পারবেন না। এনিয়ে অনুশীলনে দুঃখ প্রকাশ করেন ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা। তিনি বলেন, আপনারা যারা অনেক কষ্ট করে আমাদের সমর্থন যোগাতে রাশিয়া এসেছেন। কিন্তু টিকিটের কারণে মাঠে বসে খেলা দেখতে পারছেন না। তাদের আমি সমবেদনা জানাই। মাঠে খেলা দেখতে না পারলেও আপনাদের মাঠের বাইরে থেকে একই রকম সমর্থন আশা করছি।
এদিকে ব্রাজিলকে হুমকি দিয়ে সার্বিয়ার সহকারী কোচ মিলান রাস্তাভাচ জানিয়ে রেখেছেন ব্রাজিলকে হারানোর সামর্থ্য রয়েছে সার্বিয়ার। প্রথম দুই ম্যাচের ১টিতে হার ও ১টিতে জয়ের মুখ দেখেছে সার্বিয়া। শেষ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিলে সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে তারা।
এছাড়া ব্রাজিলের সঙ্গে ড্র করেও শেষ ষোলতে যেতে পারবে সার্বিয়ানরা। সেক্ষেত্রে সুইজারল্যান্ডকে হেরে যেতে হবে কোস্টারিকার বিপক্ষে। এই সুইজারল্যান্ডের বিপক্ষেই ২-১ গোলে হেরেছে সার্বিয়া। এখন তাদের পরাজয়েই সুগম হবে সার্বিয়ানদের পথ। তবে সুইসদের দিকে তাকিয়ে থাকার ইচ্ছে নেই সার্বিয়ান সহকারী কোচের। গতকাল কালিনিনগ্রামে নিজেদের অনুশীলন ক্যাম্পে সংবাদ মাধ্যমে রাস্তাভাচ বলেন, ‘আমরা জানি ব্রাজিল দলটা খুবই শক্তিশালী। তাই তাদের খেলার খুঁটিনাটি বেশ গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করেছি। তাদের বিপক্ষে ম্যাচটা সম্পূর্ণ আলাদা একটা ম্যাচ হবে। আমরা তাদের হারানোর সামর্থ্য রাখি। আশা করি সব আমাদের পক্ষেই আসবে।’
ব্রাজিল (সম্ভাব্য একাদশ ) অ্যালিসন (গোলরক্ষক), ফ্যাগনার, সিলভা, মিরান্ডা, মার্সেলো, ক্যাসেমিরো, পাউলিনহো, নেইমার, কুটিনহো, উইলিয়ান ও জেসুস।
