প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর অধীনে গোপন ‘ব্লাক সাইট’ বন্দিশিবির পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন । এ বিষয়ক একটি নির্দেশ পর্যালোচনা করবেন তিনি। সেই পর্যালোচনা শেষে এমন কারাগারের সিদ্ধান্তে আসতে পারেন তিনি। যুক্তরাষ্ট্রের দু’জন সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিযেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা যদি এমন কারাগার পুনঃপ্রতিষ্ঠা করার সিদ্ধান্ত হয় তাহলে সেখানে সন্দেহজনক জঙ্গিদের আটকে রাখা হবে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এমন বন্দিশিবির ব্যবহার করেন। তবে সেসব বন্দিশিবির বা কারাগার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেন সদ্য বিদায় নেয়া প্রেসিডেন্ট বারাক ওবামা। এখন নতুন করে বুশ প্রশাসনের সন্ত্রাসবিরোধী কৌশল যদি ফেরত আনা হয় তাহলে গোপন এমন বন্দিশিবির চালু করা হবে। জঙ্গিদের কাছ থেকে তথ্য আদায়ে আন্তর্জাতিক আইনের অধীনে নির্যাতন করা হতে পারে। যুক্তরাষ্ট্রের ওই দু’জন কর্মকর্তা বলেছেন, এ বিষয়ে নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক দিনের মধ্যে সই করতে পারেন। এতে বলা হতে পারে উচ্চ ঝুঁকিপূর্ণ জঙ্গি, যারা যুক্তরাষ্ট্রের বাইরে থেকে কর্মকান্ড পরিচালনা করছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের ধরণ পুনঃপ্রতিষ্ঠা করা হবে কিনা তা যাচাই করতে হবে। এ জন্য একটি উচ্চ পর্যায়ের রিভিউ বা পর্যালোচনা হতে পারে। একই সঙ্গে সিআইএ ওইসব গোপন বন্দিশিবির নতুন করে চালু করবে কিনা তাও জানাতে বলা হবে। নির্বাহী আদেশের একটি খসড়া প্রকাশিত হয়েছে ওয়াশিংটন পোস্টে। তাতে এসব কথা বলা হয়েছে। তবে এ ডকুমেন্টটি যাচাই করতে পারে নি রয়টার্স। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মুখপাত্র সিন স্পাইসার বলেছেন, খসড়া ওই ডকুমেন্টটি হোয়াইট হাউজের নয়।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031